Ganga Erosion: হলটা কী হুগলিতে! পুজোর মুখে নয়া আতঙ্ক, রাতের ঘুম উড়ছে শ্রীরামপুরের 'এই' এলাকার বাসিন্দাদের

Last Updated:

চলতি বছরে অতি বৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে।

গঙ্গা ভাঙন
গঙ্গা ভাঙন
শ্রীরামপুর, হুগলি, রানা কর্মকার: হুগলির শ্রীরামপুরে গঙ্গার ভয়াল ভাঙন, আতঙ্কে নেহেরু নগর কলোনির বাসিন্দারা। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতি বৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার ফলে গঙ্গার পাড় ভাঙনের কবলে পড়ে। গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ বসে গেছে গঙ্গার দিকে।
স্থানীয়দের মতে, যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে, তবে সরাসরি বিপদের মুখে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায়।
advertisement
advertisement
বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, শুধু হুগলির নেহেরু নগর নয়, ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে রাস্তা জনসাধারণের যাতায়াত জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু বলেন, “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসক সহ সেচ দফতরকে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganga Erosion: হলটা কী হুগলিতে! পুজোর মুখে নয়া আতঙ্ক, রাতের ঘুম উড়ছে শ্রীরামপুরের 'এই' এলাকার বাসিন্দাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement