Durga Puja 2024: শিশুদের আলাদা গুরুত্ব! পুজো মণ্ডপে দৌড়ে বেড়াচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা

Last Updated:

বাচ্চারা মন্ডপে ঢুকলে আর বেরোতে চাইছে না। বাঁকুড়া জঙ্গলমহলের অনন্য থিম।

+
শৈশব

শৈশব জীবনে ফিরে যাওয়া

বাঁকুড়া: জঙ্গল মহলের একটি পুজো। এবং সেই পুজোর একটি অনন্য থিম। বাঁকুড়ার জঙ্গলমহল। জঙ্গল বেষ্টিত, আদিবাসী অধ্যুষিত একটি এলাকা। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটি ঋতুতেই জঙ্গলমহল যেন নতুন নতুন গল্প বলে।। ঠিক তেমনটাই ঘটেছে দুর্গা পুজোতেও। অত্যন্ত জঙ্গলমহলে চমকপ্রদ থিম পুজো। আর সেই থিম পুজো দেখতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ।
মহাষষ্ঠীর দিনে এবং রাতে ভিড় থাকবে চোখে পড়ার মত। বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের ফুলকুসমা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘শৈশবে ফিরে আসা’ এবারের নবম বর্ষের পুজো। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। শিশুদের কথা ভেবে ও তাদের বিনোদনের জন্য এই থিম।
advertisement
advertisement
থিমের মধ্যে রয়েছে বাহারি আলোকসজ্জা সহ বিভিন্ন রংবেরঙের ছোট বড় ব্যাঙের ছাতা থেকে রঙিন প্রজাপতি, হরিণ, সাপ প্রভৃতি। এক কথায় বাচ্চাদের ভাল লাগার রয়েছে সমস্ত রকম উপকরণ। পুজোর দিনগুলোতে মন্ডপ চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের থাকছে। জঙ্গলমহলের শিশুরা, বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা বঞ্চিত হন বহু সুযোগ সুবিধা থেকে।
advertisement
সরকারি সহায়তা বাদ দিলেও একটি শিশু মনে যে আকাঙ্ক্ষা ইচ্ছে এবং খেলাধুলার স্পৃহা থাকে, সেটি পূরণ হয় না অর্থের অভাবে। তাদের কথা ভেবেই, দুর্গাপুজোতেও দারুণ থিম যাতে শিশুরা একটু আনন্দ উপভোগ করতে পারে।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: শিশুদের আলাদা গুরুত্ব! পুজো মণ্ডপে দৌড়ে বেড়াচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement