Durga Puja Fashion 2023: অষ্টমীতে পাঞ্জাবি চাই...! পুজোয় পাঞ্জাবির কদর বাড়ছে বীরভূমে

Last Updated:

Durga Puja Fashion 2023: বাঙালি ছেলেদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকে পাঞ্জাবি এবং ধুতি। পুজোর আগেই রমরমিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবি, ধুতি, শেরওয়ানি, কুর্তা, পাজামা।

+
ছেলেদের

ছেলেদের পাঞ্জাবির সম্ভার।

বীরভূম: দিন গোনার প্রহর শুরু অপেক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরপর বাঙালি মেতে উঠবে মা দুর্গার আরাধনায়। উমা ফিরবেন নিজের বাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে।ঠাকুরদালানের এক কোনে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি। শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মহিষাসুরমর্দিনী। বিভিন্ন ধরনের বারোয়ারী পুজোতো রয়েছে, তার বাইরে রয়েছে বিশেষ থিমের চমক।
পুজো মানেই আনন্দ উল্লাসে মেতে উঠে মায়ের আরাধনা। আর তার সঙ্গেরয়েছে নতুন পোশাক পরে নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোনো। বাঙালি ছেলেদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকে পাঞ্জাবি এবং ধুতি। অষ্টমীর সকালে পাঞ্জাবি পরে উমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার চল সেই কবে থেকেই। তাই পুজোর আগেই রমরমিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবি, ধুতি, শেরওয়ানি, কুর্তা, পাজামা।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গিতে ছারখার! স্কুলের মাঠই মশার আঁতুরঘর! আতঙ্কে স্কুল যাওয়ায় অনীহা পড়ুয়াদের
পাঞ্জাবি বলতেই মাথায় আসে নামী-দামি ব্র্যান্ডের কথা। রিলায়েন্স ট্রেন্ডস, ফ্যাব ইন্ডিয়া, গাথা, লাইফস্টাইল, তালিকায় অনেক নাম। তবে তাদের সঙ্গে পাল্লা দিতে প্রতিবছর প্রস্তুত হয়ে যায় স্থানীয় পাঞ্জাবির দোকানগুলি। তালিকায় রয়েছে বীরভূমের রামপুরহাট হাটতলা মোড়, বামাক্ষ্যাপা রোডে অবস্থিত পাঞ্জাবি কর্ণার। পুজোর আগে লাইন দিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবি।
advertisement
advertisement
পাঞ্জাবি কর্ণারের এক সদস্য শাশ্বত পাল জানান, এ বারে নতুনত্ব সাইড বোতাম দিয়ে তৈরি পাঞ্জাবি। তার চাহিদা বাড়ছে যুব সমাজে। পুজো উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রত্যেক পাঞ্জাবির উপর ১০%, পাশাপাশি ৫% ক্যাশব্যাক। পরবর্তীতে কেউ ওই দোকান থেকে পাঞ্জাবি কিনলে 5% ক্যাশব্যাক পাবেন। তবে বিগত বেশ কয়েকদিন ধরে বীরভূমে লাগামছাড়া বৃষ্টিপাতের ফলে একদিকে যখন মণ্ডপসজ্জার কাজ আটকে পড়েছে। ঠিক তেমনই বিভিন্ন কাপড়ের দোকানে ক্রেতার সংখ্যা অনেকটাই কমেছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে রোদের ছোঁয়া পেয়েছে বীরভূম।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Fashion 2023: অষ্টমীতে পাঞ্জাবি চাই...! পুজোয় পাঞ্জাবির কদর বাড়ছে বীরভূমে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement