South Bengal News: পুজোর আগেই নতুন শাড়ি, ধুতি, জামা প্যান্ট সব...মিলছে একেবারে ফ্রিতে! বিনা পয়সার এই মেলা, জানেন কোথায় হচ্ছে?
- Published by:Satabdi Adhikary
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান শহরের কাঞ্চননগর রথতলা মাঠে সোমবার সহনাগরিকদের হাতে তুলে দেওয়া হল শারদ উপহার। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই আয়োজন করেন।
দক্ষিণবঙ্গ: পুজোর মুখে বিনা পয়সার মেলা। নতুন শাড়ি, ধুতি লুঙি, জামা প্যান্ট সব মিলছে ফ্রিতে। আর তা নিতে বাসিন্দাদের উপচে পড়া ভিড়। এক দু হাজার নয়, প্রায় পনেরো হাজার বাসিন্দা বিনামূল্যে পেলেন শারদ উপহার। আর এই অনুষ্ঠানকে ঘিরে মেলা বসে গেল এলাকায়। কোথায় ঘটলো এমন ঘটনা!
বর্ধমান শহরের কাঞ্চননগর রথতলা মাঠে সোমবার সহ নাগরিকদের হাতে তুলে দেওয়া হল শারদ উপহার। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই আয়োজন করেন। বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পনেরো হাজার বাসিন্দার হাতে পুজোর মুখে নতুন বস্ত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমাদের সব বিধায়কই এই ধরণের সামাজিক কাজ করেন। তবে এতো বড় কর্মসূচি কোথাও দেখিনি।
advertisement
আরও পড়ুন: ‘জিএসটি সংস্কারে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের লাভ হয়েছে,’ জনসাধারণকে খোলা চিঠি মোদির
advertisement
বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরে শহরের দরিদ্র বাসিন্দাদের জন্য বিনা মূল্যে দুবেলা রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক। শুধু তাই নয়, বর্ধমান শহরের অসহায়, শারীরিকভাবে অক্ষম যেসব বাসিন্দা খাবার পেতে অসুবিধার মধ্যে রয়েছেন তাঁদের বাড়িতে দুবেলা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিধায়ক খোকন দাস। এর পাশাপাশি এবার রথতলা মাঠে সহ নাগরিকদের শারদ উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি।
advertisement
এ ব্যাপারে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই কাজ করছি। উৎসব সকলের। পুজোর কটা দিন আমরা নতুন পোশাকে সেজে উঠি। কিন্তু অনেকেই আছেন, যাঁদের এই মুহূর্তে নতুন পোশাক কেনার মতো আর্থিক সংগতি নেই। তাঁদের মুখে হাসি ফোটাতেই গত বেশ কয়েক বছর ধরেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
September 22, 2025 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: পুজোর আগেই নতুন শাড়ি, ধুতি, জামা প্যান্ট সব...মিলছে একেবারে ফ্রিতে! বিনা পয়সার এই মেলা, জানেন কোথায় হচ্ছে?