Medicine price after GST 2.0: নতুন GST-তে দারুণ লাভ! দাম কমছে বহু ওষুধের, মধ্যবিত্তের দারুণ সাশ্রয়...কবে থেকে নতুন দাম?

Last Updated:

সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে, এমনই ভাবে গোটা দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের চিঠি পাঠানো হল,দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর তরফ থেকে৷ সেখানে বলা হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী,নতুন লেবেল লাগানো ওষুধ পৌঁছে যাবে আগামী ৯০ দিনের মধ্যে৷

News18
News18
কলকাতা: নতুন জিএসটি (GST 2.0) রেট-এর হার অনুযায়ী আজ থেকেই দাম কমছে একাধিক ওষুধের৷ বাজারে থাকা পুরানো ওষুধের লেবেলে পুরোনো এমআরপি বা সর্বাধিক বিক্রয় মূল্য থাকলেও নতুন জিএসটি রেট অনুযায়ী দাম নিতে হবে৷ দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, বিভিন্ন রাজ্যে থাকা ১২ .৫ লাখ সদস্য তথা খু্চরো বিক্রেতাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী ওষুধ বিক্রি করতে হবে৷ ওষুধের ক্যাশ মেমোতে নতুন জিএসটি রেট অনুযায়ী দাম নিতে হবে বলে জানানো হয়েছে৷
সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে, এমনই ভাবে গোটা দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের চিঠি পাঠানো হল,দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর তরফ থেকে৷ সেখানে বলা হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী,নতুন লেবেল লাগানো ওষুধ পৌঁছে যাবে আগামী ৯০ দিনের মধ্যে৷
advertisement
advertisement
১.  যে সমস্ত ওষুধের উপরে আগে জি এস টি ছিল -১২ শতাংশ—–তা আগামিকাল থেকে কমে ৫ শতাংশ হবে —–সেখানে ওষুধের দাম কমবে ৬.২৫ শতাংশ।
২. যে ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি ছিল —– সেটা কমে হবে ৫ শতাংশ – এখানে মূল ওষুধের দামের ল ১১.০২ শতাংশ কমবে।
৩. আগে যে ওষুধের উপরে ৫ শতাংশ জিএস টি ছিল —- সেটা এখন কমে জিএসটি শূন্য হচ্ছে—- এক্ষেত্রে মূল ওষুধের দাম কমবে ৪.৭৭ শতাংশ।
advertisement
আরও পড়ুন: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক
৪. যে ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি ছিল—- সেটা এখন কমে জিএসটি শূন্য হচ্ছে—- এক্ষেত্রে মূল ওষুধের দাম কমবে ১০.৭২ শতাংশ।
আজ থেকেই কলকাতার সমস্ত দোকানে নতুন জিএসটি হারে দাম নেওয়া হচ্ছে৷ ওষুধ দেখিয়ে যেমন প্যান 40, বেটাডাইন এর মত অত্যন্ত কমন ওষুধ কতটা দাম কমলো সেটাও বোঝানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine price after GST 2.0: নতুন GST-তে দারুণ লাভ! দাম কমছে বহু ওষুধের, মধ্যবিত্তের দারুণ সাশ্রয়...কবে থেকে নতুন দাম?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement