Durga Puja 2025: বোধনের আগেই প্রতিমা ভাসান! শান্তিপুরের বিশ্বাস পরিবারের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে বিসর্জনের মধ্যেই নতুনের সূচনা অন্তর্হিত

Last Updated:

Durga Puja 2025: শান্তিপুরের বিশ্বাস পরিবারের দুর্গাপুজোর বিশেষত্ব হল একইসঙ্গে দুর্গা, কালী ও লক্ষীনারায়ণ ঠাকুরের আরাধনা। পঞ্চমীর দিন পুরনো ঠাকুর বিসর্জন দিয়ে ষষ্ঠীতে আনা হয় নতুন প্রতিমা।

+
বিসর্জন

বিসর্জন হচ্ছে বিশ্বাস পরিবারের দুর্গা প্রতিমা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বিশ্বাস পরিবারের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য বিসর্জনের মধ্যেই নতুনের সূচনা। মহালয়ার পরই পিতৃপক্ষের অবসান ঘটেছে, শুরু হয়েছে দেবীপক্ষ। রাজ্যের সর্বত্র যখন চলছে প্রতিমা আনার তোড়জোড়, তখন নদিয়ার শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে দেখা গেল এক অন্য চিত্র, বিশ্বাস পরিবারের পুরনো প্রতিমার বিসর্জন। তবে এটি শুধু বিষাদের নয়, বরং নতুন সূচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে, আলুর মাঠ সংলগ্ন প্রীতনগর পাড়ায় অবস্থিত বিশ্বাস বাড়িতে প্রায় ৫০ বছর ধরে হয়ে আসছে দুর্গা, কালী ও লক্ষীনারায়ণ পুজো। এই পুজোর সূচনা বাংলাদেশের যশোর জেলার নড়াইল থেকে। সেখান থেকে সরস্বতী বিশ্বাস পুজো নিয়ে আসেন শান্তিপুরে। আর এখানেই তা পরিণত হয় পারিবারিক ঐতিহ্যে।
আরও পড়ুনঃ ‘পুজোর অনুদানে ক্লাবগুলোতে টাকা অথচ বেহাল রাস্তায় নজর নেই কারুর’! দেবীপক্ষে ‘জোড়া শনি’র কবলে মৃৎশিল্পীরা
বিশ্বাস পরিবারের পুজোর বিশেষত্ব হল একইসঙ্গে দুর্গা, কালী ও লক্ষীনারায়ণ ঠাকুরের আরাধনা। পঞ্চমীর দিন পুরনো ঠাকুর বিসর্জন দিয়ে ষষ্ঠীতে আনা হয় নতুন প্রতিমা। তবে লক্ষীনারায়ণ ঠাকুরের বিসর্জন হয় না। তিনি সারা বছর থাকেন বাড়িতে। এক মন্দিরেই পৃথক বেদীতে তিন দেবতার নিত্যপুজো হয় নিষ্ঠাভরে।
advertisement
advertisement
ষষ্ঠীর দিন হয় ষষ্ঠীপুজো ও সন্ধ্যায় লক্ষীনারায়ণ পুজো। সপ্তমী ও অষ্টমীতে হয় দুর্গাপুজো এবং অষ্টমীর রাতেই অনুষ্ঠিত হয় কালীপুজো। বিসর্জনের এই ঐতিহ্যবাহী রীতি ও নতুন প্রতিমা আগমনের মধ্য দিয়ে বিশ্বাস পরিবারে দেবীপক্ষের সূচনা ঘটে প্রতি বছর।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! পুজোর থিমে গড়বে ইতিহাস! দোতলা মণ্ডপে আসীন দেবী দুর্গা, কোথায় হচ্ছে জানেন?
এই অনন্য ধর্মীয় এবং সাংস্কৃতিক চর্চা শুধু বিশ্বাস পরিবারের গণ্ডিতেই নয়, শান্তিপুরবাসীর কাছেও এক আবেগের বিষয়। নতুনের আগমনের আগে পুরনোর বিদায় এই দর্শনেই নিহিত বিশ্বাস পরিবারের শতাব্দীপ্রাচীন পুজোর মূল কথা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বোধনের আগেই প্রতিমা ভাসান! শান্তিপুরের বিশ্বাস পরিবারের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে বিসর্জনের মধ্যেই নতুনের সূচনা অন্তর্হিত
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement