Durga Puja 2025: প্রতিমা দেখে থ সবাই! শিল্পী ক্লাস নাইনের ছাত্র, পুরোহিতও নিজেই...মূর্তিতে কী চমক আছে জানেন?

Last Updated:

Durga Puja 2025: পুরুলিয়ায় নবম শ্রেনীর ছাত্র ঈশান কুণ্ডুর হাতে তৈরি মাত্র এক ফুটের দুর্গা প্রতিমা। প্রতিমা তৈরি করেই সন্তুষ্ট নয় সে। বরং আর পাঁচটা পুজো মণ্ডপের মত নিজের বাড়িতেই ছোট্ট পরিসরে আয়োজন করেছে দুর্গাপুজোর। 

+
মাত্র

মাত্র এক ফুটের দুর্গা প্রতিমা

পুরুলিয়া: পুরুলিয়ায় নবম শ্রেনীর ছাত্র ঈশান কুণ্ডুর হাতে তৈরি মাত্র এক ফুটের দুর্গা প্রতিমা। নিজের হাতে মাটি দিয়ে নিখুঁতভাবে তৈরি করেছে এক ফুট উচ্চতার দু’টি দুর্গা প্রতিমা। একেবারে পেশাদার শিল্পীর মতো তার নির্মিত প্রতিমা, যেখানে সূক্ষ্ম কারুকার্য ও আবেগের ছোঁয়া স্পষ্ট। কিন্তু এখানেই থেমে থাকেনি ঈশান। প্রতিমা তৈরি করেই সন্তুষ্ট নয় সে। বরং আর পাঁচটা পুজো মণ্ডপের মত নিজের বাড়িতেই ছোট্ট পরিসরে আয়োজন করেছে দুর্গাপুজোর।
পুজোর আসর ছোট হলেও, তার আন্তরিকতা, নিষ্ঠা ও সাংস্কৃতিক চেতনা অসীম। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত সব নিয়ম মেনেই চলবে পুজো। এবং এই ছোট্ট পুজোর প্রধান পুরোহিতও ঈশান নিজেই।। ছোট্ট পরিসরের হলেও ঈশানের এই উদ্যোগে ফুটে উঠেছে তার অপরিসীম নিষ্ঠা, সাহস আর সংস্কৃতির প্রতি গভীর টান। বাড়ির মধ্যেই হয়ে উঠেছে যেন এক ছোট্ট পুজো মণ্ডপ।
advertisement
advertisement
পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়া এলাকার বাসিন্দা বাবা জিতেন কুণ্ডুর ছেলে ঈশান কুণ্ডু। ছোট বেলা থেকেই ছবি আঁকার প্রতি অদম্য টান ছিল ঈশানের। প্রতিবছর বাবা-মায়ের সঙ্গে দুর্গাপুজো দেখতে গিয়ে ঈশানের মনে দানা বাঁধে এক স্বপ্ন—নিজের হাতে মাটির প্রতিমা বানাবে। সেই ভাবনার বাস্তব রূপ আজ এই প্রতিমা ও পুজোর আয়োজন।
advertisement
ঈশানের এই প্রয়াস নিঃসন্দেহে প্রমাণ করে যে প্রতিভা কখনোই পরিকাঠামোর উপর নির্ভর করে না। ইচ্ছাশক্তি, নিষ্ঠা ও সংস্কৃতির প্রতি গভীর ভালবাসাই পারে যেকোনও সৃষ্টিকে পৌঁছে দিতে এক অনন্য উচ্চতায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: প্রতিমা দেখে থ সবাই! শিল্পী ক্লাস নাইনের ছাত্র, পুরোহিতও নিজেই...মূর্তিতে কী চমক আছে জানেন?
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement