Durga Puja 2025: কলকাতার সঙ্গে সমানে টক্কর! কল্যাণীর দুর্গাপুজোয় এবারেও বিরাট চমক...! কোন থিমে সাজছে ITI লুমিনাস? জানুন

Last Updated:

Durga Puja 2025: ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ এ বছরের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে বলেই জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্ব সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা তারা প্রতিবছরই করে থাকেন।

+
মায়ানমারের

মায়ানমারের একটি বৌদ্ধ মন্দির

কল্যাণী: আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এ বছরের দুর্গাপুজোর থিম। প্রতিবছরের মতো এবারও কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোয় নতুনত্বের ছোঁয়া এনে দর্শনার্থীদের মুগ্ধ করতে প্রস্তুত। ২০২৫ সালের এই পুজোর মূল থিম নির্ধারিত হয়েছে মায়ানমারের সিনবিউম বৌদ্ধ মন্দিরের অনুকরণে। ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ এ বছরের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে বলেই জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।
বিশ্ব সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা তারা প্রতিবছরই করে থাকেন। এবার বেছে নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতার প্রতীক মায়ানমারের বৌদ্ধ মন্দির। এই থিমের মাধ্যমে শান্তি, সহনশীলতা এবং আধ্যাত্মিকতার বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ ব্রেনে বেয়ে পৌঁছয়, কুরে খায় শরীর! মুরগি-খাসির কাঁচা মাংসে জন্মায় কৃমি! কীভাবে সহজেই খুঁজে বের করবেন? সামান্য ভুলও প্রাণঘাতী
৩৩ তম বর্ষে এবারের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে মায়ানমারের বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায়, লুমিনাস ক্লাবের মন্দিরের বিশেষত্বই হল মণ্ডপের উচ্চতা! দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্ডপ দেখার জন্য, এ বছরেও তার অন্যথা হবে না। এবছর মণ্ডপের উচ্চতা হবে আনুমানিক ১৫০ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ১৪০ ফুটের কাছাকাছি, পুজো মণ্ডপটি বানাতে প্রায় সম্পূর্ণ মাঠটি এইবার লেগে যাবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
মণ্ডপের অভ্যন্তরে ভেতরে কারুকার্য থাকবে পাটকাঠির এবং বাইরেটি করা হবে ফাইবারের। সম্পূর্ণ মণ্ডপটি শ্বেতবর্ণের থাকবে, পাশাপাশি থাকবে বুদ্ধের একাধিক মুর্তি। এই অনন্য থিম-নির্ভর প্যান্ডেল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাবেন বলেই আশা করা হচ্ছে। বলা যেতে পারে এবারের দুর্গাপুজোয় কল্যাণী যেন এক টুকরো মায়ানমারে রূপ নিতে চলেছে।
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কলকাতার সঙ্গে সমানে টক্কর! কল্যাণীর দুর্গাপুজোয় এবারেও বিরাট চমক...! কোন থিমে সাজছে ITI লুমিনাস? জানুন
Next Article
advertisement
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
  • মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷

  • সাড়ে তিন কোটির সম্পত্তি অ্যাটাচ করল

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ৷

VIEW MORE
advertisement
advertisement