Durga Puja 2025: আসতেন বিদ‍্যাসাগর, শ‍্যুটিং হয় সত‍্যজিতের সিনেমার! এই জমিদার বাড়ির পুজোয় আজও রয়েছে এক অদ্ভুত নিয়ম

Last Updated:

বিদ্যাসাগরের স্মৃতিধন্য শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির দুর্গাপুজোর এখনও বজায় রয়েছে এক অদ্ভুত নিয়ম। আভিজাত্য বজায় রাখতে আজও দুর্গাপূজার সময় পর্দার আড়ালেই থাকতে হয় মহিলাদের।

+
চকদিঘী

চকদিঘী জমিদার বাড়ি

জামালপুর, সায়নী সরকার: এই বাড়িতে ছবি নয়,স্বয়ং বিদ্যাসাগর থাকতেন,এখনও রয়েছে তার ঘর আর এই প্রাঙ্গনেই হয় মা দুর্গার আরাধনা। কিন্ত বিদ্যাসাগরের স্মৃতিধন্য শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির দুর্গাপুজোর এখনও বজায় রয়েছে এক অদ্ভুত নিয়ম। আভিজাত্য বজায় রাখতে আজও দুর্গাপূজার সময় পর্দার আড়ালেই থাকতে হয় মহিলাদের।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে এই বাংলায় জমিদারি ব্যবস্থার পত্তন হয়। সেই সমসাময়িক কালের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে জামালপুরের চকদিঘির জমিদারদের নাম। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা বিলীন হয়ে গেলেও ৩৭৫ বছরেও বেশি সময়কাল ধরে চকদিঘির বাগানবাটি সেই জমিদারি ঐতিহ্যেরই সাক্ষ‍্য বহন করে চলেছে। ১০০ বিঘা জমিজুড়ে রয়েছে জমিদারদের বাগানবাটি। যার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে জমিদারি রাজত্বের নানা নিদর্শন।
advertisement
advertisement
ঐতিহ্য পরম্পরা মেনে এই বাগানবাটির সুবিশাল মন্দিরে প্রায় ২৯০ বছর ধরে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। জানা যায়, একদা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দুর্গাপজোয় এই বাগানবাটিতে আসতেন। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর সিনেমার শ‍্যুটিংয়ের জন্য এই বাগানবাটিকেই বেছে নিয়েছিলেন। জমিদারি, রাজত্ব আজ আর নেই। তবে জমিদারি আভিজাত্যের গরিমায় খামতি টানতে চাননি চকদিঘি জমিদার বাড়ির উত্তরসূরিরা তাই আজও পূর্বপুরুষদের নিয়ম ও নিষ্ঠা মেনে প্রতি বছর দুর্গাপূজা করেন তারা।
advertisement
এই জমিদার বংশের খ্যাতি শীর্ষে পৌছেছিল সারদাপ্রসাদ সিংহরায়ের হাত ধরে । প্রজাবৎসল জমিদার সারদাপ্রসাদ তাঁর জমিদারি এলাকার প্রভুত উন্নতি সাধনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। শিক্ষা বিস্তারের জন্য তিনি চকদিঘিতে তৈরি করেছিলেন বিদ্যালয়। সেই বিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বাগান বাড়ির ভিতর কাছাড়ি বাড়ির সামনেই রয়েছে দুর্গাপুজোর স্থায়ী মন্দির। মন্দিরের সঙ্গেই রয়েছে টিনের ছাউনি দেওয়া বিশাল আকার বসার জায়গা।
advertisement
এতকিছুর মধ্যেও সবথেকে আশ্চর্য্যের বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যাতায়াত থাকা এই সিংহরায় পরিবারের মহিলাদের এখনও পুজোয় থাকতে হয় পর্দার আড়ালেই। জানা যায় ,আগে অন্দর মহল থেকে পরিবারের মহিলারা মন্দিরে পুজোদিতে কিংবা ঠাকুর দেখতে আসার সময় তাঁদের পথের দু’পাশ আড়াল করার জন্য কাপড় টাঙানো হত।এখনও পর্যন্ত্য পুরনো সেই নিয়মমতই মহিলারা পর্দার আড়াল থেকে পুষ্পাঞ্জলি দেন।
advertisement
পুজোর কটাদিন বাগানবাটির ভিতরে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকে। তাই পুজোর দিনগুলিতে জমিদারি নিদর্শন পরিদর্শনে আসা মানুষজনের ভিড় দেখা যায় চকদিঘির এই বাগানবাটিতে। চকদিঘি বাগান বাটির পরিবেশে মুগ্ধ হয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তাঁর পরিচালিত ‘ঘরে বাইরে’ সিনেমার প্রায় পুরোটারই শুটিং হয়ছিল এই বাগানবাটিতেই। এছাড়াও এই বাগানবাটিতে হয়েছে একাধিক সিনেমা শুটিং।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আসতেন বিদ‍্যাসাগর, শ‍্যুটিং হয় সত‍্যজিতের সিনেমার! এই জমিদার বাড়ির পুজোয় আজও রয়েছে এক অদ্ভুত নিয়ম
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement