হাতের কাছেই এবার ১০০ ফুটের 'তিরুপতি বালাজি মন্দির'! খরচ লক্ষ লক্ষ টাকা, দেখতে হলে আসতে হবে এই জায়গায়

Last Updated:

দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এবার পুজোয় চলে আসুন আসানসোলের এই জায়গায়।

+
তিরুপতি বালাজি

তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ  

আসানসোল, রিন্টু পাঁজা: বাঙালি যেমন পেট পুরে খেতে ভালবাসে আবার ঘুরতে যেতেও ভালবাসে। তবে অনেক সময় সব জায়গা যাওয়া হয়ে উঠে না। কখনও কাজের ব্যস্ততার কারণে হোক আবার অন্যান্য কারণেই হোক। তবে ভিন রাজ্যের কোনও দর্শনীয় স্থান যদি নিজের জেলায় হাতের নাগালে পাওয়া যায় তাহলে সেই স্থান দেখার জন্য ছুটে যান সবাই। অনেকেই হয়ত দক্ষিণ ভারত যেতে পারেন না। আবার কেউ দক্ষিণ ভারত গেলেও হয়তো কামাখ্যা মন্দির বা দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির যেতে পারেন না। এবার তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাত ছাড়া করলে বড় মিস করবেন।
দক্ষিণ ভারতে রয়েছে তিরুপতি বালাজি মন্দির। প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেখানে। তবে এবার সেই বালাজি মন্দিরের দর্শন পাবেন বাংলার এই জেলাতে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হচ্ছে ১০০ ফুটের পুজো মণ্ডপ। শুধু তিরুপতি বালাজি মণ্ডপ নয়, থাকছে আরও চমক। তাই এবার দুর্গাপুজোয় সেই মন্দিরের আদলে মণ্ডপ দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোলের সি ব্লক দুর্গাপুজো কমিটির সদস্য অমিতাভ চ্যাটার্জী ও সদস্যা কৃতিকা রায় গুপ্ত বলেন, “আমরা প্রত্যেক বছরই নিত্যনতুন থিমের পুজো করে থাকি। এই বছর আমরা তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করার চেষ্টা করছি। কুলটি থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে প্রায় দুই মাসের বেশি ব্যবধানে চলছে কাজ। সমগ্র মণ্ডপ বাঁশ, প্লাই, ফোম সহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসানসোল মহকুমার অন্তর্গত সেনর‍্যালের সি ব্লকের পুজো এবার ৫০ বছরে পদার্পন করছে। প্রায় ১৫ লক্ষ টাকা বাজেটে তাঁদের ভাবনা তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ। কাজ শুরু হয়েছে প্রায় মাস দুয়েক বেশি সময় এর আগে থেকে। ১০০ ফুটের সম্পূর্ণ মণ্ডপটি সাদা ও গোল্ডেন রঙ দিয়ে তৈরি করা হবে। থাকবে আলোকসজ্জায় বিশেষ চমক। তাই যারা দক্ষিণের তিরুপতি বালাজি মন্দির এখনও যেতে পারেননি কোনও কারণে তারা এবার দুর্গাপুজোতে সেই তিরুপতি বালাজি মন্দিরের স্বাদ নিতে পারবেন হাতের কাছেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতের কাছেই এবার ১০০ ফুটের 'তিরুপতি বালাজি মন্দির'! খরচ লক্ষ লক্ষ টাকা, দেখতে হলে আসতে হবে এই জায়গায়
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement