Durga Puja 2024 : পুজোর ভুরিভোজে রাজবাড়ির স্পেশাল পদে রাজকীয় আয়োজন! ৫ দিনের বাম্পার অফার

Last Updated:

ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত থাকবে এই অফার। টিনেজার স্পেশাল ৩৯৯ টাকার বুফেও পাওয়া যাবে পাঁচদিন।

+
পুজো

পুজো স্পেশাল থালি।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পুজো হবে আর ভুরিভোজ হবে না, এমনটা তো আর হয় না! পুজোর চারটে দিন উৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়ার পরিকল্পনা থাকে সবার। তাই বাঙালির সবথেকে বড় উৎসবে রাজকীয় ভুরিভোজের আয়োজন করা হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুজোয় দুর্গাপুরে খাওয়া দাওয়ার বিশাল সম্ভার নিয়ে হাজির হচ্ছে একটি নামী হোটেল।
দুর্গাপুরের সিটি সেন্টারের এই হোটেলে পুজোয় থাকছে বিশেষ আয়োজন। রাজবাড়ির স্পেশাল বিভিন্ন পদ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজোর ভুরিভোজের থালি। থাকছে ইলিশ বিরিয়ানি, চিতল মাছের মুইঠার মত বিভিন্ন পদ। ১২৯৯ টাকার এই থালিতে মাটন, চিকেন, চিংড়ি সবকিছুই পাবেন খাদ্যরসিকরা। পুজো স্পেশাল থালি খাদ্য রসিকদের কাছে স্বর্গ সমান হবে। আবার টিনেজারদের জন্য ৩৯৯ টাকার স্পেশাল বুফে থাকছে।
advertisement
 আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
রাজবাড়ির বিশেষ পদ ছাড়াও মিষ্টিতে বাজিমাত করতে চাইছে উদ্যোক্তা হোটেল সংস্থাটি। হোটেল সংস্থাটি জানিয়েছে, যে মিষ্টি পুজো স্পেশাল থালিতে পরিবেশন করা হবে, সেগুলি বাইরে থেকে কিনে আনা হবে না। হোটেলের নামী সেফরা সেগুলি তৈরি করবেন সেখানেই। ফলে বাঙালির বিভিন্ন প্রিয় মিষ্টির অফুরন্ত সম্ভার থাকবে পুজোর সময়। অন্যদিকে ছ’বছরের কম বয়সী ছোট সদস্যদের জন্য কোনও বাড়তি খরচ দিতে হবে না।
advertisement
advertisement
আরও পড়ুন- রণবীর প্রথম উপার্জনের টাকা এনে রেখেছিলেন নীতুর পায়ে… কত ছিল সেই অঙ্ক? জানলে চমকে যাবেন
ষষ্ঠীর দিন থেকেই উৎসব প্রিয় বাঙালির জন্য এই অফার শুরু হয়ে যাচ্ছে। দশমী পর্যন্ত থাকবে এই অফার। টিনেজার স্পেশাল ৩৯৯ টাকার বুফেও পাওয়া যাবে পাঁচদিন। প্রতিদিন মেনুতে করা হবে পরিবর্তন। কিন্তু মাছ, মাংস কোনও কিছুই বাদ যাবে না। চাইলে আগে থেকে বুকিং করে রাখতে পারবেন। পুজোয় আসা অতিথিদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে বিষয়টির দিকেও নজর রয়েছে হোটেল কর্তৃপক্ষের। সব মিলিয়ে পুজোর সময় ভোজন রসিকদের জন্য থাকছে রাজকীয় আয়োজন।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024 : পুজোর ভুরিভোজে রাজবাড়ির স্পেশাল পদে রাজকীয় আয়োজন! ৫ দিনের বাম্পার অফার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement