Durga Puja 2023: খানাকুলের এই মণ্ডপের থিম সাড়া ফেলল বাংলা জুড়ে, কী এমন থিম বানাল তাঁরা?

Last Updated:

Durga Puja 2023: ৫৬ বছরে পদার্পণ করল ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের সার্বজনীন দুর্গোৎসব।

+
দুর্গাপুজো

দুর্গাপুজো থিম 

খানাকুল: বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজো মন্ডপগুলিতে পুজো। আজ মহা সপ্তমীতে সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ঘট উত্তোলনের মধ্য দিয়ে দুর্গা দেবীর আরাধনা। শুধু যে শহরে যে থিম তা নয়, পাশাপাশি জেলার পুজো গুলো থিম করে টক্কর দিচ্ছে। হুগলির খানাকুলের ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের সার্বজনীনের এ বছরের থিম থিম প্লাস্টিক বর্জন ও বাংলার কৃষ্টি কুটির শিল্প।
৫৬ বছরে পদার্পণ করল ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের সার্বজনীন দুর্গোৎসব। এবারে পুজো মণ্ডপে কোথাও প্লাস্টিক ব্যবহার করা হয়নি ব্যবহার হয়েছে পাট ও বাঁশের কারুকার্য। হারিয়ে যাওয়া গ্রাম গঞ্জের বাঁশের শিল্প কুলো, বেতের পেতে, ঝুড়ি দিয়ে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
হারিয়ে যাওয়া হাতে টানা রিক্সা ও ঘোড়ার গাড়ি বাঁশের বাতা দিয়ে তৈরি করা হয়েছে।পরিবেশ দূষণ মুক্ত করতে ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মুক্তি পেতেই প্লাস্টিক বর্জন।
এই বিষয়ে পুজো কমিটির মুল উদ্যোক্তা সেখ হায়দর আলি প্রতিবছরের সঙ্গে এ বছরও পুজো মন্ডপে থিমের এবারে পুজো করছেন। সম্প্রীতির বাতাবরণ দীর্ঘদিন ধরেই এই গ্রামে উভয় সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজো করছেন। পুজো কয়েকটা দিন গ্রামের প্রত্যেকে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে বলে জানিয়েছেন।
advertisement
— Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: খানাকুলের এই মণ্ডপের থিম সাড়া ফেলল বাংলা জুড়ে, কী এমন থিম বানাল তাঁরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement