চাঁদনি রাতে শাল পিয়ালের বন, পুজোর ছুটি কাটান আউশগ্রামের জঙ্গলে
- Published by:Raima Chakraborty
Last Updated:
রয়েছে আদিবাসীদের গ্রাম। তাদের সহজ সরল জীবনযাপন, ধামসা মাদল, সাঁওতালি নাচ। (Puja Travel 2022)
#বর্ধমান: এখানে চাঁদনি রাতে প্রকৃতির অপরূপ বাহার। এখানে ইতিহাস ফিস ফিস কথা কয়। এখানে শাল পিয়ালের জঙ্গল ভোলায় শহরের কোলাহল। পুজোর ছুটিতে চুপচাপ চারদিন কাটাতে হলে ডেস্টিনেশন হোক বর্ধমানের জঙ্গল ঘেরা আউশগ্রাম। ভালকিমাচানের শান্ত পরিবেশ আপনাকে অপার শান্তি দেবে। নানা পাখির কলতান এখানে। রয়েছে আদিবাসীদের গ্রাম। তাদের সহজ সরল জীবনযাপন, ধামসা মাদল, সাঁওতালি নাচ।
পূর্ব বর্ধমানের গুসকরা থেকে পাঁচ কিলোমিটার গেলেই দিকনগর গ্রাম। এখানেই জলাশয়ের মাঝে জলটুঙ্গি। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ এই জলটুঙ্গি তৈরি করেছিলেন। জলটুঙ্গির আর এক নাম চাঁদনি। গ্রামের শেষে নিরালায় পার বাঁধানো জলাশয়। হরিণের কাজল কালো চোখের মতো টলটলে তার জল। তার মাঝে অনুপম এই জলটুঙ্গি। এখানে চাঁদনি রাতে গানের আসর বসাতেন মহারাজা। দেশের নামী শিল্পীদের নিয়ে আসা হতো। সুরের মূর্ছনায় ভেসে যেত রাত। আজও জোৎস্না রাতে আলাদা রূপে ধরা দেয় চাঁদনি। শহরের কোলাহল ভোলাবে শান্ত নিরিবিলি এই হাওয়া মহল।
advertisement
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
কাছেই জঙ্গলে ঘেরা ভালকি মাচান। শাল পিয়ালের মাঝ দিয়ে চলে গিয়েছে ঝা চকচকে পিচ রাস্তা। সেই রাস্তা র ওপরেই মাচান। এখানে রাজা সুউচ্চ স্তম্ভের ওপর উঠে জঙ্গলের শোভা দেখতেন। এখান থেকে চলতো শিকারও। সবুজ বনানী, পাখিদের কলকাকলি আপনাকে মুগ্ধ করবে।
advertisement
advertisement
আরও পড়ুন: লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! অনুব্রতকে বাবা ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন সিবিআই-জালে
এখন মনে হতেই পারে কি ভাবে যাবেন, কোথায় থাকবেন। তাইতো? প্রথমে বলা যাক কি ভাবে যাবেন- হাওড়া থেকে ট্রেনে চড়ে কর্ড বা মেন লাইনে চলে আসুন বর্ধমান স্টেশনে। সেখান থেকে রামপুরহাট শাখায় গুসকরা স্টেশনে নেমে সহজেই পৌঁছে যাওয়া যায় দিকনগর। সড়ক পথে দু নম্বর জাতীয় সড়ক ধরে গলসি হয়ে তিন ঘন্টার পথ।
advertisement
থাকবেন কোথায়- গুসকরায় রয়েছে পথসাথী। ঘরভাড়া এক হাজার টাকা( এসি)
ভালকিমাচানেও রয়েছে বেসরকারি অতিথি নিবাস। খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ভালকিমাচানের কাছেই রয়েছে মৎস্য দফতরের যমুনা দিঘি অতিথি নিবাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 7:38 PM IST