Durga Puja 2021: মা দুর্গার সাজে না হলেই নয়! হাওড়ার এই দুই গ্রামের শিল্পীদের কাজ কি জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021:দুর্গাপুজোর সাজসজ্জায় এঁদের জুড়ি মেলা ভার। জানেন এই বাংলারই দুই গ্রামের গল্প?
এই মায়ের মূর্তিরই অন্যতম আকর্ষণ হল প্রতিমার কেশ সজ্জা (Durga Puja 2021) । কিন্তু জানেন কী হাওড়ায় (Bangla News) অবস্থিত এমন দুটি গ্রামের কথা যেখান থেকে রাজ্যের অন্যান্য প্রান্ত এমনকি ভিন রাজ্যেও পাড়ি দেয় মায়ের কেশ!
advertisement
advertisement
হাওড়া - আমতা রোডের বড়গাছিয়া থেকে ডানদিকে ঘুরলে সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে এগোলেই পাশাপাশি রয়েছে দুটি গ্রাম (Bangla News)। একটির নাম পার্বতীপুর দ্বিতীয় গ্রামটির নাম কমলাপুর। আর এই দুটি গ্রামের একটা বড় অংশের মানুষ বছরের পর বছর ধরে তৈরি করে আসছেন মায়ের প্রতিমার কেশ (Bangla News)। এই গ্রাম দুটিতে গেলেই চোখে পড়বে দড়ি থেকে সারি বেধে ঝুলছে লাল, কালো ও মেরুন রঙের পরচুলা। তবে তার মধ্যেও বিশেষত্ব এই যে, মা দুর্গার কেশ তৈরির সাথে যুক্ত কারিগর ও ব্যবসায়ীদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
advertisement
পাট, গরম জল ও লাল, কালো, মেরুন সহ নানান রঙের মাধ্যমে সেই প্রাচীন পদ্ধতিতেই তারা তৈরি করেন মায়ের রং - বেরঙের কেশ । তবে পুজোর ঠিক প্রাক মুহূর্তে একটানা বৃষ্টি ও লকডাউনের জেরে পাটের যোগান কম থাকায় বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
মায়ের প্রতিমার পরচুলা তৈরির সাথে যুক্ত এরকমই এক ব্যবসায়ী শেখ রশিদ আলি জানান , \" শুধু পশ্চিমবঙ্গেরই নয় দেশের বিভিন্ন জায়গায় প্রতি বছরই পুজোর আগে পারি দেয় তাদের পরচুলা। তবে করোনা আবহে এই বছর প্রথম দিকে সেইভাবে অর্ডার না থাকলেও শেষ দিকে বেশ কিছুটা পরচুলার অর্ডার শিল্পীরা পেয়েছেন বলেও জানান তিনি।
advertisement
সান্তনু চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 2:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: মা দুর্গার সাজে না হলেই নয়! হাওড়ার এই দুই গ্রামের শিল্পীদের কাজ কি জানেন?