RG Kar Hospital: কাকভোরে এ কী কাণ্ড কলকাতা এয়ারপোর্টের বাইরে! উদ্ধার বিদেশি নাগরিক, ভর্তি করা হল হাসপাতালে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
RG Kar Hospital: অচেতন অবস্থায় এক বিদেশী নাগরিককে উদ্ধার করে আরজিকরে ভর্তি করেছে দমদম থানার পুলিশ৷
দমদম: অচেতন অবস্থায় এক বিদেশী নাগরিককে উদ্ধার করে আরজিকরে ভর্তি করেছে দমদম থানার পুলিশ৷ আজ, রবিবার ভোর চারটে নাগাদ দমদম এয়ারপোর্টের বাইরে দুই নম্বর গেটের সামনে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমদম থানাকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায়৷ এবং পরে আরজিকরে ভর্তি করা হয়েছে। যুবক বিদেশি নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের নাম কাউমি ডেজবান৷ তার সঙ্গে কোনও লাগেজ ছিল না৷ পাসপোর্ট থেকেই তার নাম জানা যায়।
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
নেশার কিছু খাইয়ে তাকে লুঠ করে থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
ঠিক কী কারণে কলকাতায় এসেছেন বিদেশী নাগরিক তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ছেলেটির জ্ঞান ফিরেছে৷ কনস্টেবলের ফোন থেকে বাবাকে ভিডিওও কল করে কথা বলা হয়েছে৷ ছেলেটির বয়স ২৬ বছর৷ আপাতত পুরো বিষয়টির তদন্ত চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Hospital: কাকভোরে এ কী কাণ্ড কলকাতা এয়ারপোর্টের বাইরে! উদ্ধার বিদেশি নাগরিক, ভর্তি করা হল হাসপাতালে

