RG Kar Hospital: কাকভোরে এ কী কাণ্ড কলকাতা এয়ারপোর্টের বাইরে! উদ্ধার বিদেশি নাগরিক, ভর্তি করা হল হাসপাতালে

Last Updated:

RG Kar Hospital: অচেতন অবস্থায় এক বিদেশী নাগরিককে উদ্ধার করে আরজিকরে ভর্তি করেছে দমদম থানার পুলিশ৷

IPS বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার পরিচয় সামনে আনার অভিযোগে মামলা হয়। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল।
IPS বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার পরিচয় সামনে আনার অভিযোগে মামলা হয়। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল।
দমদম: অচেতন অবস্থায় এক বিদেশী নাগরিককে উদ্ধার করে আরজিকরে ভর্তি করেছে দমদম থানার পুলিশ৷ আজ, রবিবার ভোর চারটে নাগাদ দমদম এয়ারপোর্টের বাইরে দুই নম্বর গেটের সামনে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমদম থানাকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায়৷ এবং পরে আরজিকরে ভর্তি করা হয়েছে। যুবক বিদেশি নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের নাম কাউমি ডেজবান৷ তার সঙ্গে কোনও লাগেজ ছিল না৷ পাসপোর্ট থেকেই তার নাম জানা যায়।
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
নেশার কিছু খাইয়ে তাকে লুঠ করে থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
ঠিক কী কারণে কলকাতায় এসেছেন বিদেশী নাগরিক তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ছেলেটির জ্ঞান ফিরেছে৷ কনস্টেবলের ফোন থেকে বাবাকে ভিডিওও কল করে কথা বলা হয়েছে৷ ছেলেটির বয়স ২৬ বছর৷ আপাতত পুরো বিষয়টির তদন্ত চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Hospital: কাকভোরে এ কী কাণ্ড কলকাতা এয়ারপোর্টের বাইরে! উদ্ধার বিদেশি নাগরিক, ভর্তি করা হল হাসপাতালে
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement