Howrah News: হাওড়ায় মেলায় প্রবল ভীড় খুদেদের! কারণ জানলে হেসে লুটোপুটি খাবেন আপনিও
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Howrah News: শিশুদের পছন্দের একটি গ্রামীণ মেলা, এই মেলায় আসা শিশুরা পাচ্ছে চির খানার আনন্দ, মেলার অন্যতম আকর্ষণ হল বিভিন্ন মডেল প্রদর্শন।
হাওড়া: শিশুদের দারুন পছন্দের একটি গ্রামীণ মেলা! যে মেলায় শিশুরা পাচ্ছে অনেকটা চিড়িয়াখানার স্বাদ। মেলায় আনন্দ করে জীবজন্তুর সঙ্গে সময় কাটাচ্ছে ছবি তুলতে ব্যস্ত খুদেরা। দেউলপুর সূর্যমুখী দোল মেলার অন্যতম আকর্ষণ হল মডেল প্রদর্শন। প্রায় ৬০ বছর প্রাচীন এই মেলার ঐতিহ্য হল মডেল প্রদর্শন। মডেলের অভিনবত্ব দেখা যায় এখানে। পৌরাণিক থেকে বিনোদন শিক্ষামূলক মডেল সচেতনতার বিভিন্ন মডেল। মেলার বৃহৎ অংশ জুড়ে মডেল প্রদর্শন থাকে এখানে। বর্তমান সময়ের নানা ঘটনাকে সামনে রেখে মডেল। শিশু মনে বিনোদন যোগাতে নানা কার্টুন চরিত্র মডেলের মাধ্যমে দেখা যায়। যা দেখতে দেউলপুর গ্রাম সহ দুই-তিনটি ব্লকের মানুষ হাজির হয়।
আসল এই মেলা মানে শিশুদের আকর্ষণ মডেলে। শুধু শিশুরা নয় মেলার পরিবেশ আকৃষ্ট করে বড়দের। গ্রামের মধ্যবর্তী প্রকৃতির কোলে একটি মেলা। নানা জিনিসের পসরা, এই মেলার কয়েকটা দিন গ্রাম উৎসবে মুখরিত হয়। গ্রামের অধিকাংশ পরিবারে আত্মীয়-স্বজন ভরে ওঠে। শুধু শিশুরা নয়, শৈশব ফিরে পেতে প্রবীণ মানুষও এই মডেলের টানে মেলায় আসেন। দেউলপুর গ্রামের আশপাশের প্রায় ১০-১২টি গ্রাম থেকে মানুষ হাজির হয়। সারা বছরে আর কোথাও সাক্ষাৎ হোক বা না হোক আত্মীয় বন্ধু-বান্ধবের সঙ্গে এই মেলায় সাক্ষাৎ হতে পারে। প্রিয়জনের সঙ্গে দেখা হবে কথা হবে। সেই আশা নিয়ে অনেকেই হাজির হয় এই মেলায়।
advertisement
advertisement
প্রায় ১৫ দিনের মেলায় বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকে প্রতিদিন। মেলায় আয়োজকদের কথায় জানা যায়, পূর্ণ ঐতিহ্য মেনে প্রতিবছর মেলার আয়োজন হয়। সেই সঙ্গে ৮ থেকে ৮০ বছরের মানুষ যাতে এই মেলার প্রতি আকর্ষিত করতে নানা। মেলা মানে শুধু শুধু হইহুল্লোড় খাওয়া-দাওয়া এখানেই শেষ নয় দেউলপুর সূর্যমুখী দোল মেলা মানে শিশুশিক্ষার দিকেও গুরুত্ব দেয়া হয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ায় মেলায় প্রবল ভীড় খুদেদের! কারণ জানলে হেসে লুটোপুটি খাবেন আপনিও







