Heavy Rainfall In Bankura: টানা বৃষ্টিতে ডুবল সড়ক, বিপদসীমার উপরে বইছে নদী, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম-বাঁকুড়ার
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
গত তিনদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালি-সহ বিভিন্ন নদীতে।
বাঁকুড়া: নিম্নচাপের জেরে গত তিন দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সমগ্র রাজ্যে৷ অতি বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার সবকটি নদী ফুসছে৷ জলস্তর বইছে বিপদ সীমার উপর দিয়ে৷ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর, গন্ধেশ্বরী নদীর উপর মানলানালী সেতু৷
গত তিনদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালি-সহ বিভিন্ন নদীতে। এর ফলে কজওয়ে নদী ব্রিজও জলের তলায় ডুবেছে।
advertisement
বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর সেতু, গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু, বাঁকুড়া-সিমলাপাল নয় নম্বর রাজ্য সড়কের ওপর থাকা শিলাবতী নদীর সেতুও জলের তলায় চলে গিয়েছে৷
advertisement
যার ফলে সড়ক পথে বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নদীর জলস্তর আরও বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে। গত তিন দিনে নিম্নচাপ জনিত টানা বৃষ্টির কারণে বাঁকুড়ার গন্ধেশ্বর নদীর উপর মিনাপুর সেতু পুরোটাই চলে গিয়েছে জলের তলায়।
advertisement
বাঁকুড়া জেলার সবকটি নদীর সংলগ্ন এলাকাতেই সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে৷ যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 10:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heavy Rainfall In Bankura: টানা বৃষ্টিতে ডুবল সড়ক, বিপদসীমার উপরে বইছে নদী, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম-বাঁকুড়ার

