Heavy Rainfall In Bankura: টানা বৃষ্টিতে ডুবল সড়ক, বিপদসীমার উপরে বইছে নদী, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম-বাঁকুড়ার

Last Updated:

গত তিনদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালি-সহ বিভিন্ন নদীতে।

 সড়ক পথে বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে
সড়ক পথে বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে
বাঁকুড়া: নিম্নচাপের জেরে গত তিন দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সমগ্র রাজ্যে৷ অতি বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার সবকটি নদী ফুসছে৷ জলস্তর বইছে বিপদ সীমার উপর দিয়ে৷ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর, গন্ধেশ্বরী নদীর উপর মানলানালী সেতু৷
গত তিনদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালি-সহ বিভিন্ন নদীতে। এর ফলে কজওয়ে নদী ব্রিজও জলের তলায় ডুবেছে।
advertisement
বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর সেতু, গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু, বাঁকুড়া-সিমলাপাল নয় নম্বর রাজ্য সড়কের ওপর থাকা শিলাবতী নদীর সেতুও জলের তলায় চলে গিয়েছে৷
advertisement
যার ফলে সড়ক পথে বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নদীর জলস্তর আরও বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে। গত তিন দিনে নিম্নচাপ জনিত টানা বৃষ্টির কারণে বাঁকুড়ার গন্ধেশ্বর নদীর উপর মিনাপুর সেতু পুরোটাই চলে গিয়েছে জলের তলায়।
advertisement
বাঁকুড়া জেলার সবকটি নদীর সংলগ্ন এলাকাতেই সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে৷ যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heavy Rainfall In Bankura: টানা বৃষ্টিতে ডুবল সড়ক, বিপদসীমার উপরে বইছে নদী, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম-বাঁকুড়ার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement