North 24 Parganas News: জল থেকেও তা নিষিদ্ধ! আর্সেনিকের আতঙ্কে কাঁটাবাগানে হাহাকার
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
জল আছে, কিন্তু তা পানের অযোগ্য! আর্সেনিকের আতঙ্কে কাঁটাবাগানে এখন হাহাকার।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: জল আছে, কিন্তু তা পানের অযোগ্য! আর্সেনিকের আতঙ্কে কাঁটাবাগানে এখন হাহাকার। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের শাড়াপুল-নির্মাণ পঞ্চায়েতের কাঁটাবাগান গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস। এই সীমান্তবর্তী গ্রামের মানুষদের কাছে এখন পানীয় জলের সঙ্কট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
গ্রামের একমাত্র গভীর নলকূপে আর্সেনিকের উপস্থিতির কারণে সেটিকে সিল করে দেওয়া হয়েছে বহু বছর আগে। ফলে গ্রামের মানুষ সেই নলকূপের জল পান করতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নলকূপের জল খেলে ক্যানসার-সহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গ্রামবাসীদের ওই নলকূপের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে গ্রামের কোনও পানীয় জলের নলকূপ সক্রিয় না থাকায় ৩–৪ কিলোমিটার দূর থেকে জল কিনে আনতে হচ্ছে গরিব কৃষক পরিবারগুলোকে।
advertisement
advertisement
কৃষিপ্রধান এই গ্রামে প্রতিদিন বাইরে থেকে জল কিনে খাওয়া তাদের পক্ষে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, দূষণমুক্ত পানীয় জলের জন্য বিকল্প নলকূপ বসানোর দাবি তারা বহুবার তুলেছেন, তবু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানান, “আমি নিজের পঞ্চায়েত সদস্য হয়েও বারবার বিডিও থেকে শুরু করে একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকদের জানিয়েছি, তবু কোনও কাজ হয়নি।” স্থানীয়রা বলছেন, প্রতিদিন প্রায় ৪–৫ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র জল আনার জন্য, ফলে কৃষিকাজ ও শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাঁরা জানান, দ্রুত বিকল্প নলকূপ না বসালে জনস্বাস্থ্য সংকটের পাশাপাশি সামাজিক সমস্যা আরও বাড়বে। গ্রামের মানুষদের একটাই দাবি, দ্রুত দূষণমুক্ত বিকল্প নলকূপ বসিয়ে তাদের নিরাপদ পানীয় জলের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জল থেকেও তা নিষিদ্ধ! আর্সেনিকের আতঙ্কে কাঁটাবাগানে হাহাকার