নামের বিভ্রাটে ভোগান্তি! একজনের আবাস ‌যোজনার টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে

Last Updated:

Awas Yojana- সরকারি আবাস যোজনার ৬০ হাজার টাকা মঞ্জুর হল একজনের নামে, ঢুকল একই নামের অন্য অ্যাকাউন্টে! তাও আবার পাশাপাশি বাড়ি তাঁদের!

নামের বিভ্রাটে ভোগান্তিতে দুই ব্যক্তি
নামের বিভ্রাটে ভোগান্তিতে দুই ব্যক্তি
গয়েশপুর: নাম বিভ্রাটে বিপাকে সরকারি আবাস যোজনার দুই বেনিফিসিয়ারি! একজনের মঞ্জুর হওয়ার টাকা ঢুকল একই নামের অন্যের অ্যাকাউন্টে, একজন দুশ্চিন্তায় টাকা পাওয়ার, অন্যজন পেয়েও ফেরতের সরকারি নির্দেশের প্রতীক্ষায়।
সরকারি আবাস যোজনার ৬০ হাজার টাকা মঞ্জুর হল একজনের নামে ঢুকল, একই নামের অন্য অ্যাকাউন্টে! তাও আবার পাশাপাশি বাড়ি। ব্লক অফিস থেকে সমাধানের ইঙ্গিত দিলেও সরকারি টাকা ফেরত দেওয়া এবং তা পুনরায় সঠিক অ্যাকাউন্টে পাঠানোতে কত মাসে বছর তা নিয়ে দুশ্চিন্তায় দুই পরিবার। ইতিমধ্যেই কেটে গেছে এক মাস।
যদিও এক্ষেত্রে যিনি টাকা পেয়েছেন তারও গৃহ আবাস যোজনায় অর্থ অনুদান মঞ্জুর হয়েছে। তাই খুব সংগত কারণেই তিনিও যোগ্য প্রাপক তাই ভেবেছেন তার টাকাই ঢুকেছে, যদিও আইডি আলাদা, বাবার নামও আলাদা। তবে সরকারি এই সামান্য ভুলে একজন টাকা না পেয়ে দুশ্চিন্তায় অন্যজন টাকা পেয়েও ইমারতি দ্রব্য কিনে করতে পারছেন না সরকারি ফেরতের নির্দেশের প্রতীক্ষায়।
advertisement
advertisement
আরও পড়ুন- ৯৫ %-এর উপর উপস্থিতিতে দারুণ পুরস্কার! স্কুলছুট কমাতে অভিনব উদ্যোগ সুন্দরবনে
ব্যতিক্রমী ঘটনাটি নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের আলুই পাড়ার। টাকা ঢুকেছে নির্মল মণ্ডলের অ্যাকাউন্টে যার বাবা লালমোহন মন্ডল তবে এটা দ্বিতীয় ফেজে ঢোকার কথা ছিল ঢুকল আগেই অন্যদিকে প্রথম পর্যায়ে টাকা পাওয়ার কথা নির্মল মন্ডল এর বাবার নাম মুকুন্দ মন্ডল যার প্রথমেই টাকা ঢোকার কথা কিন্তু এক মাস হল বিষয়টি বিডিওকে জানিয়ে এখনো সুরাহা পাননি বলেই জানান।
advertisement
তবে এই নিয়ে দুশ্চিন্তাতে রয়েছেন গয়েশপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখানকার স্থানীয় তৃণমূল মেম্বার শিপ্রা মন্ডলের স্বামী ব্রজবাসী মন্ডল। তিনি জানাচ্ছেন যখন এনকোয়ারি হয়েছে তখন ডাকা হয়নি জনপ্রতিনিধিদের , সরকারি অফিস থেকে সমস্ত তত্ত্বাবধান হয়েছে এক্ষেত্রে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তার দায়-দায়িত্ব অবশ্যই তাদেরই। তবে দুজনেই আমার এলাকার এবং যোগ্য প্রাপক তাই দুজনে ই শীঘ্রই তাদের সরকারি অনুদান পাক এই অনুরোধ জানিয়েছি বিডিওকে। তবে গ্রামের বিষয় একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করে সম্পর্ক নষ্ট হচ্ছে আমার সঙ্গেও।
advertisement
আরও পড়ুন- খড়গপুর আইআইটি থেকে এম.টেক, ভি নারায়ণন এর জিরো থেকে হিরো হওয়ার কাহিনী অবাক করবে!
টাকা প্রাপক নির্মল মন্ডল জানাচ্ছেন, সরকারি টাকা ফেরতের কোন নির্দেশ তার কাছে এখনও আসেনি প্রতিবেশী নির্মল মন্ডল টাকার দাবিদার কিনা আমি জানিনা তবে আমি তো তাকে হাতে করে তুলে দিতে পারি না সরকারি টাকা তার একটা পদ্ধতি আছে। তা বাদেও টাকার একটা বড় অংশ অগ্রিম বাবদ ইমারতি দ্রব্য বিক্রেতাদের দেওয়া হয়ে গেছে জোগাড় করতে সময় দরকার।
advertisement
অন্যদিকে নাম মঞ্জুর হয়েও টাকা না পেয়ে নির্মল মণ্ডল জানাচ্ছেন, প্রাপক সরকারকে ফেরত দেবে সরকার সেই টাকা আমাকে পাঠাবে তাতে আদৌ কতদিন কত মাস সময় লাগবে জানি না তবে অত্যন্ত গরিব মানুষ ঘরের আবেদন করেও এতদিন মিলতো না। যদিও বা এবার মঞ্জুর হল তাও নাম বিভ্রাট!
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নামের বিভ্রাটে ভোগান্তি! একজনের আবাস ‌যোজনার টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement