Pump House Theft : এক রাতেই অচল জল সরবরাহ, গায়েব পাম্প হাউসের ট্রান্সফরমার! দুবরাজপুরে তিন গ্রামে কঠিন অবস্থা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Pump House Theft : জল-ট্যাংকির ট্রান্সফরমার রাতারাতি উধাও। জলশূন্য তিনটি গ্রাম, আতঙ্কে দুবরাজপুর!
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের দুবরাজপুর ব্লকের গরগড়া গ্রামে পাম্পঘর থেকে জল সরবরাহের ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এই ট্রান্সফরমারের মাধ্যমেই গরগড়া, হেতমপুর পঞ্চায়েত এবং আশপাশের আরও দু’একটি গ্রামে পানীয় জল সরবরাহ হত। হঠাৎ এই চুরির পর কার্যত জলশূন্য হয়ে পড়েছে পুরো অঞ্চল।
স্থানীয় বাসিন্দা কাঞ্চন পাল জানান, প্রতিদিনের মত এদিন ভোরবেলা জল তুলতে গিয়ে অপারেটররা দেখতে পান ট্যাঙ্কের জন্য ব্যবহৃত ইলেকট্রিক ট্রান্সফরমারটি উধাও। শুধু তাই নয়, ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান অংশগুলো খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তাঁর কথায়, “এটা আমরা প্রথম দেখলাম। একটা ট্রান্সফরমার এভাবে চুরি হয়! আজ আমাদের এখানে হল, কাল হয়তো আরও কোথাও হবে এই ভয়টা এখন থেকেই মনে ঢুকে গেল।”
advertisement
আরও পড়ুন : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার
advertisement
ঘটনার ফলে কেন্দুলা, হেতমপুর, গরগড়া গ্রামে জল সরবরাহ পুরোপুরি বন্ধ। যে গ্রামগুলিতে প্রতিদিন এই পাম্পঘর থেকে জল যেত, তারা এখন পানীয় জলের চরম সংকটে। স্থানীয়রা জানান, এই ট্রান্সফরমার পরিবর্তন না হওয়া পর্যন্ত জল সরবরাহ চালু করা যাবে না। ফলে কয়েক ঘণ্টা তো দূরের কথা, অনেক গ্রামবাসী আশঙ্কা করছেন দিনভর এমনকি একাধিক দিনও হয়তো জল আসবে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই ব্যপক চাঞ্চল্য ছড়ানো এই ঘটনার তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। পাম্পঘর এলাকায় চুরি কীভাবে ঘটল, কারা যুক্ত, এবং নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কি না তার খোঁজ শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 18, 2025 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pump House Theft : এক রাতেই অচল জল সরবরাহ, গায়েব পাম্প হাউসের ট্রান্সফরমার! দুবরাজপুরে তিন গ্রামে কঠিন অবস্থা

