Duare ECG: এবার 'দুয়ারে ইসিজি', একটা ফোন করলেই বিনামূল্যে পরিষেবা! নজির বাংলার জেলায়

Last Updated:

Duare ECG: পৌরসভার একের পর এক সাহসী পদক্ষেপ এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাকে সাধুবাদ জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। 

+
দুয়ারে

দুয়ারে ইসিজি 

পশ্চিম মেদিনীপুর: একের পর এক নজির সৃষ্টি করছে মেদিনীপুর। প্রথমে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে পরিষেবা এবার দুয়ারে ইসিজি পরিষেবা মিলবে শহরে। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তিনটি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মিলবে বিনামূল্যে ইসিজি পরিষেবা।
যে পরিষেবা বাইরে থেকে করাতে গেলে গুণতে হয় টাকা, এবার সেই পরিষেবা বিনামূল্যে পাবেন শহরবাসী। শুধু তাই নয়, রাত-বিরেতে অসুস্থ হলে ইসিজির প্রয়োজন হলে শুধুমাত্র একটা ফোন কলেই বাড়িতে পৌঁছে যাবেন পুরকর্মীরা। অভিনব উদ্যোগ গ্রহণ করেছে মেদিনীপুর পৌরসভা। ইতিমধ্যে বিনামূল্যে সেই পরিষেবা শুরু হয়েছে। স্বল্পদিনের মধ্যে যোগাযোগ নম্বর শহরবাসীর জন্য দিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক যুগান্তকারী পদক্ষেপ পৌরসভার।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯ শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
প্রসঙ্গত, গত ৩ মার্চ, সোমবার মেদিনীপুর শহরের শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এক্স-রে পরিষেবা চালু করে নজির গড়েছিল মেদিনীপুর পৌরসভা। মাত্র এক সপ্তাহের মধ্যে ফের নজির, বিনামূল্যে ‘ইসিজি পরিষেবা’র উদ্বোধনও হল মেদিনীপুরে। মেদিনীপুর পুরসভার অধীন ৩টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (শরৎপল্লী, বল্লভপুর ও কুইকোটা) এবং মেদিনীপুর পুরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন শহরবাসী। চলতি সপ্তাহ থেকে ৩টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (UPHC) এবং পৌরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা চালু করা হয়েছে। রবিবার এবং ছুটির দিনগুলি বাদ দিয়ে সবসময়ই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে পৌরসভার তরফে।
advertisement
advertisement
আরও পড়ুন: শরীরে কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায় জানেন? মারাত্মক ক্ষতির আগে জানুন, ঘুম খুব জরুরি
শুধু তাই নয় অন্যান্য জরুরি ক্ষেত্রেও বাড়িতে গিয়ে ইসিজি পরিষেবা দেবেন পুরকর্মীরা। শুধু স্বাস্থ্য কেন্দ্র নয় বাড়িতে গিয়ে এই পরিষেবা দ্রুত চালু হচ্ছে। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে, দুয়ারে সরকার, দুয়ারে পুলিশের পর দুয়ারে ইসিজি পরিষেবা চালু হচ্ছে মেদিনীপুর শহরে। যেখানে রাতবিরেতে উপকৃত হবেন শহরের মানুষ। যার জন্য খরচ করতে হবে না হাজার হাজার টাকা।
advertisement
পৌরপ্রধান এও জানিয়েছেন, “শুধু পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রেই নয়, রাত-বিরেতে বা জরুরী প্রয়োজনে বাড়িতে গিয়েও আমাদের পৌরকর্মীরা এই পরিষেবা দিয়ে আসবেন। আমরা খুব তাড়াতাড়ি ৩-৪টি ফোন নম্বর দিয়ে দেব। শহরবাসীরা সেই নম্বরে ফোন করলে বাড়িতে গিয়ে এই পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্য।”পৌরসভার একের পর এক সাহসী পদক্ষেপ এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাকে সাধুবাদ জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare ECG: এবার 'দুয়ারে ইসিজি', একটা ফোন করলেই বিনামূল্যে পরিষেবা! নজির বাংলার জেলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement