Digha: মদ্য়প অবস্থায় দিঘার সমুদ্রে নেমেছিলেন যুবক, তারপর কী হল?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Digha: পূর্ব বর্ধমানের মেমারি থানার শাহানুই মল্লিকপুর এলাকা থেকে প্রায় ৭০জনের একটি পর্যটক দল দীঘায় বেড়াতে আসেন। সেই দলেই ছিলেন ২৫ বছরের প্রতাপ সিংহ। তলিয়ে যাওয়ার সময়েই বন্ধুরা চিৎকার চেঁচামেচি শুরু করেন।
মদ্য়প অবস্থায় দিঘার (Digha) উত্তাল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। পরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করেছেন নুলিয়ারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে (Digha State General Hospital)।
আরও পড়ুন- EXCLUSIVE: মনে রাখবেন ভারতে একটা জুডিসিয়ারি আছে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কেন বললেন এমন কথা?
advertisement
স্থানীয় সূত্রে খবর, সমুদ্রে স্নানে নেমেই বড় বিপদের মুখে পড়ছিলেন ওই পর্যটক। তাঁকে কোনওরকমে উদ্ধার করেন নুলিয়ারা। তাঁরাই ভর্তি করেন হাসপাতালে। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় দিঘার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শরীরে অ্য়ালকোহল পাওয়া গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
পূর্ব বর্ধমানের মেমারি থানার শাহানুই মল্লিকপুর এলাকা থেকে প্রায় ৭০জনের একটি পর্যটক দল দিঘায় (Digha) বেড়াতে আসেন। সেই দলেই ছিলেন ২৫ বছরের প্রতাপ সিংহ। তলিয়ে যাওয়ার সময়েই বন্ধুরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। অল্পের জন্য় রক্ষা পেয়েছেন তিনি।
advertisement
বারবার পুলিশ প্রশাসনের সতর্কতার পরেও কেন নাগরিকরা সতর্ক হচ্ছেন না, সেই প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2022 7:08 PM IST