নদীবাঁধ মেরামতের কাজ কতদূর? আমফান বিধ্বস্ত গোসাবায় চলছে ড্রোন-নজরদারি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
নদীবাঁধ মেরামতির কাজ কতদূর এগিয়েছে, তা দেখতে ড্রোনে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোসাবা ব্লক প্রশাসন৷
#গোসাবা: আমফান ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবন অঞ্চল৷ আমফান তছনছ করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা৷ এই পরিস্থিতিতে গোসাবার ক্ষতিগ্রস্থ এলাকায় ড্রোনে নজরদারির চালাচ্ছে প্রশাসন৷
নদীবাঁধ মেরামতির কাজ কতদূর এগিয়েছে, তা দেখতে ড্রোনে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোসাবা ব্লক প্রশাসন৷ শুক্রবার থেকেই সুন্দরবনের গোসাবা এলাকায় আমফান ক্ষতিগ্রস্থ এলাকায় নজরদারি চালাচ্ছে ড্রোন ক্যামেরা৷ বিশেষ করে এখনও যে সমস্ত এলাকায় নদীবাঁধ মেরামতি হয়নি সেই সমস্ত এলাকায় গ্রামের মহিলা ও পুরুষদের ১০০ দিনের প্রকল্পে কাজে লাগিয়ে নদীবাঁধ মেরামতির কাজ চলছে।
advertisement

advertisement
গোসাবার বিডিও সৌরভ মিত্র নিজে বিভিন্ন এলাকায় গিয়ে সেই নদীবাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখছেন। পাশাপাশি সেই কাজের ছবি ও ক্ষতিগ্রস্থ এলাকার ছবি ড্রোন ক্যামেরার মাধ্যমে তুলে তা বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 4:04 PM IST