Driving Licence: ড্রাইভিং লাইসেন্স মেলা! শীতের মিঠে রোদে এই অভিনব উদ্যোগের কথা জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Driving Licence: এবার মানুষের জীবনের গুরুত্ব বোঝাতে এক অভিনব কর্মসূচির আয়োজন করলো পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া শহরে আয়োজিত হয় ড্রাইভিং লাইসেন্স মেলা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : অমূল্য প্রতিটি প্রাণ। সচেতনতার প্রচারে সেফ ড্রাইভ সেভ লাইফের সূচনা করেছে সরকার। এর জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার হয়। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের দেখা যায় হেলমেট না পরে বাইক চালানোর জন্য চালককে সচেতন করতে। কিন্তু তবুও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখতে পাওয়া যায়। তাই এবার মানুষের জীবনের গুরুত্ব বোঝাতে এক অভিনব কর্মসূচির আয়োজন করলো পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া শহরে আয়োজিত হয় ড্রাইভিং লাইসেন্স মেলা। এই মেলায় সচেতনতা সম্পর্কে নানান আলোচনা করা হয়।
পাশাপাশি যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যবস্থা করা হয়।এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটা মানুষ যেন ট্রেনিং এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালান সেই কারণে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
advertisement
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। এই মেলার ফলে লার্নার লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়েছে তাদের কাছে। নারী পুরুষ নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ করেন সকলে। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।
advertisement
আরও পড়ুন : মনোরম এসি, চওড়া দরজা, প্রশস্ত বসার আসন! কলকাতায় মেট্রো-সফর এখন আরও আরামদায়ক
বিভিন্ন সময়তে জেলায় নানা মেলা দেখতে পাওয়া যায় তবে এই ড্রাইভিং লাইসেন্সের মেলা একেবারেই অভিনব। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে সৈনিক স্কুলের বিপরীতে এম ভি আই ড্রাইভিং টেস্টিং মাঠে এই মেলা চলে। এতে উপকৃত হয়েছে বহু মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2025 10:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Driving Licence: ড্রাইভিং লাইসেন্স মেলা! শীতের মিঠে রোদে এই অভিনব উদ্যোগের কথা জানলে চমকে যাবেন