Kolkata Metro: মনোরম এসি, চওড়া দরজা, প্রশস্ত বসার আসন! কলকাতায় মেট্রো-সফর এখন আরও আরামদায়ক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: ধাপে ধাপে উন্নত পরিষেবা দিচ্ছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো।নতুন রেকে বসার জায়গা আরও আরামদায়ক ভাবে তৈরি হয়েছে। ওঠা, নামার জন্য দরজার পরিধিও অনেকটা বড়। নতুন রেকে যাত্রা আরও অনেক মসৃণ হতে চলেছে।
কলকাতা: মেট্রোর পালকে নয়া সংযোজন। নোয়াপাড়া কারশেডে এসে পৌঁছল আরও দুই নতুন ডালিয়ান রেক। শীঘ্রই মেট্রোসফর হবে আরও মসৃণ, আরও আরামদায়ক। একই সঙ্গে প্রযুক্তিগত ভাবে আরও উন্নত পরিষেবা পাবেন মেট্রোযাত্রীরা। ধাপে ধাপে উন্নত পরিষেবা দিচ্ছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো।নতুন রেকে বসার জায়গা আরও আরামদায়ক ভাবে তৈরি হয়েছে। ওঠা, নামার জন্য দরজার পরিধিও অনেকটা বড়। নতুন রেকে যাত্রা আরও অনেক মসৃণ হতে চলেছে।
কলকাতা মেট্রো শীতাতপ নিয়ন্ত্রিত হয়েছে অনেক দিন হল। কিন্তু প্রবল গরমের সময় মেট্রোর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন নিত্যযাত্রীরা। মেট্রোর দাবি, ডালিয়ান রেকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ভাল। ভিতরের সজ্জাতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই রেকে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে বাইরের আওয়াজ ভিতরে আসবে সামান্যই। ঝাঁকুনিও কম। বসার আসনও আগের চেয়ে চওড়া করা হয়েছে। ফলে মেট্রোসফর হবে আরও শান্তিপূর্ণ।
advertisement

advertisement
মেট্রো রেল সূত্রে খবর, ২০১৯ সালে ডালিয়ান রেক চালু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ধাপে ধাপে একের পর এক ডালিয়ান রেক এসে যাচ্ছে। কলকাতা মেট্রোর পরিধিও বাড়ছে। নতুন নতুন সেকশনে বাড়তে চলেছে মেট্রো চলাচল। মেট্রোর জন সংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘খুবই মসৃণ এই মেট্রোর সফর। নয়া দুটি রেক কারশেডে এসেছে। খুব শীঘ্রই সেগুলি পরীক্ষা করে যাত্রী পরিষেবায় নামানো হবে।”
advertisement
আরও পড়ুন : এ বার বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত দৌড়বে মেট্রো? সিদ্ধান্ত জানাবে যাদবপুর
বর্তমানে কলকাতা মেট্রোয় চলা এসি রেকগুলির তুলনায়, এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। তাছাড়াও, বসার জায়গাও বেশ প্রশস্ত। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জা মেট্রো রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মানের এবং অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন, উন্নতমানের এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি, এক্সিট ইন্ডিকেটর-সহ উন্নতমানের অ্যালার্ম ডিভাইস থাকবে এই রেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 9:13 AM IST