West Bardhaman News : উন্নতির জন্য বরাদ্দ হয়েছে টাকা, দেড় বছরেও কমল না জলকষ্ট!

Last Updated:

মেইন পাইপলাইনের সঙ্গে সংযোগ হয়ে গেলেই ওই এলাকায় জল সংকট মিটে যাবে বলে আশা দিয়েছে পুর-কর্তৃপক্ষ। 

+
বসানো

বসানো হয়েছে পানীয় জলের কল।

আসানসোল, পশ্চিম বর্ধমান : গ্রীষ্মের পর বর্ষা এসে বিদায় নিয়েছে। পেরিয়ে গিয়েছে দুর্গাপুজো। কিন্তু বিগত দেড় বছরে এখনও মিটল না জল কষ্ট। আশা জাগিয়েও এলাকায় আসেনি জল। পানীয় জলের সংকটে জেরবার আসানসোল পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ড। পানীয় জলের পরিষেবা ঠিকভাবে না পাওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে স্থানীয় কাউন্সিলরের প্রতিও।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় দেড় বছর ধরে ওই এলাকায় জলের সংকট রয়েছে। এছাড়াও একাধিক ছোট বড় সমস্যা রয়েছে এলাকায়। পানীয় জলের সংকট মেটানোর জন্য একাধিকবার প্রশাসনিক স্তরে আবেদন করা হয়েছে। পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে এলাকায়। কিন্তু তাতে এখনও ঠিকভাবে জল আসে না বলে অভিযোগ। যার ফলে দীর্ঘ সময় ধরে জলকষ্টে ভুগতে হচ্ছে এলাকার মানুষকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি আসানসোল পুরনিগম এলাকার উন্নতির জন্য পৌরপিতাদের হাতে ৩০ লক্ষ টাকা করে দিয়েছিল। কিন্তু তারপরেও কেন জল সমস্যার সমাধান হল না, সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই বিষয়ে এলাকার কাউন্সিলর তারকনাথ ধীবর বলছেন, সেখানে রাস্তাঘাট, আলো ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।
advertisement
যদিও স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুরকর্তাদের জানানো হয়েছে। পানীয় জলের মেইন পাইপলাইনের সঙ্গে সংযোগ হয়ে গেলেই ওই এলাকায় জল সংকট মিটে যাবে বলে আশা দিয়েছেন তিনি। একইভাবে স্থানীয় বাসিন্দারাও চাইছেন, যত দ্রুত সম্ভব সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হোক। পাশাপাশি এলাকায় পথ বাতির সংখ্যা বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন তারা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : উন্নতির জন্য বরাদ্দ হয়েছে টাকা, দেড় বছরেও কমল না জলকষ্ট!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement