Nadia : অনটনের শৈশবে গাছতলায় বসেই ক্লাসের পাঠ, নদিয়ার গাংনাপুরের ভূমিপুত্র আজ নোবেল সিলেকশন কমিটিতে

Last Updated:

Nadia : তাঁর (Dr Asim Duttaroy) এই সাফল্যের খবর পেয়ে খুশি এলাকাবাসী, খুশি তাঁর গ্রামের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।

২০০১ সাল থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন
২০০১ সাল থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন
#নদিয়া: নোবেলের সিলেকশন কমিটিতে ডাক পেলেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের গবেষক তথা বঙ্গসন্তান, নদিয়ার (Nadia) গাংনাপুরের ভূমিপুত্র ডঃ অসীম দত্তরায় (Dr Asim Duttaroy)। তাঁর এই সাফল্যের খবর পেয়ে খুশি এলাকাবাসী, খুশি তাঁর গ্রামের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।
তিনি নদিয়ার গাংনাপুর থানা গোপীনগর গ্রামের ছেলে। ছোটবেলা থেকে আর্থিক সংকটের মধ্যে পড়াশোনা করেছেন। গোপীনগর প্রাইমারি স্কুল থেকে তাঁর পড়াশোনার পথ চলা শুরু। গাছের নীচে বসেই স্কুলের পড়াশোনা করতেন তিনি। ৪০ বছর আগে, ১৯৮১ সালে অসীম বাবু চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর শিক্ষার জন্য আমেরিকা যান। তারপর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাপক, মুখ্য বৈজ্ঞানিকের ভূমিকা পালন করেছেন। তবে ২০০১ সাল থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তার নামে পাঁচটি আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : পর্যটকদের জন্য সুখবর! জনপ্রিয় এই গন্তব্যের উড়ান এ বার অন্ডালের বিমানবন্দর থেকে
একজন বাঙালি সন্তানের এই সাফল্যে খুশি গোটা রাজ্য-সহ নদিয়া জেলা বিশেষ করে গাংনাপুরের মানুষ। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন, "আমরা অসীমবাবুর এই কৃতিত্বে গর্ববোধ করছি। তবে তার সঙ্গে কোনওদিন দেখা হওয়ার সৌভাগ্য হয়নি। শুনেছি তিনি এই স্কুলেই পড়াশোনা করতেন কার্যত গাছের তলায়।" এলাকাবাসী জানাচ্ছেন, "এখনও প্রায় প্রতি বছরই একবার করে তিনি বাড়িতে আসেন। আর বাড়িতে এলে সেই পুরনো যে বিদ্যালয় থেকে পথ চলা শুরু হয়েছিল সেই বিদ্যালয় এসে ঘুরে যান।" তবে  গত দুই বছর করোনার কারণে তিনি বাড়িতে আসতে পারেননি। কয়েক মাস পরে আবারও বাড়ি ফিরবেন বলে জানা গিয়েছে।
advertisement
( প্রতিবেদন : মৈনাক দেবনাথ)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia : অনটনের শৈশবে গাছতলায় বসেই ক্লাসের পাঠ, নদিয়ার গাংনাপুরের ভূমিপুত্র আজ নোবেল সিলেকশন কমিটিতে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement