Andal Airport : পর্যটকদের জন্য সুখবর! ছুটি কাটানোর জনপ্রিয় এই গন্তব্যের উড়ান এ বার ডানা মেলবে অন্ডালের বিমানবন্দর থেকেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Andal Airport : যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ধীরে ধীরে অন্তর্দেশীয় বিমান চলাচলের সংখ্যা বাড়ানো হচ্ছে শিল্পাঞ্চলের এই বিমানবন্দর থেকে।
#দুর্গাপুর: একের পর এক উড়ান সংখ্যা বেড়েই চলেছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে (Andal Airport)। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ধীরে ধীরে অন্তর্দেশীয় বিমান চলাচলের সংখ্যা বাড়ানো হচ্ছে শিল্পাঞ্চলের এই বিমানবন্দর থেকে। যাত্রী সুবিধার জন্য চালু করা হচ্ছে একাধিক বিমান পরিষেবা। আপাতত ছোট বিমান পরিষেবা দেওয়া হচ্ছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে (Kazi Nazrul Islam Airport)।
এ বার এই বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কেরলের তিরুঅনন্তপুরমে। তিরুঅনন্তপুরম থেকে অন্ডাল বিমানবন্দর পর্যন্ত একটি বিমান পরিষেবা চালু করেছে বেসরকারি একটি উড়ান সংস্থা (Kerala Flight)। প্রতিদিনই এই পরিষেবা পাওয়া যাবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে। তাছাড়াও শিল্পাঞ্চলের মানুষের সঙ্গে রাজধানী দিল্লির যোগাযোগ আরও সুদৃঢ় করতে, কাজী নজরুল বিমানবন্দর থেকে দিল্লির জন্য উড়ান সংখ্যা বাড়ানো হয়েছে (Delhi to Andal Flight)। এবার থেকে অন্ডাল এবং দিল্লির মধ্যে প্রতিদিন দুটি করে বিমান চলাচল করবে।
advertisement
আরও পড়ুন : চার দেওয়ালের স্কুলবাড়ি নয়, রেলগাড়িতে বসেই পড়াশোনা করবে অসংখ্য ‘তোত্তো চান’
প্রসঙ্গত, গত ২৭ মার্চ থেকে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছে উত্তর-পূর্ব ভারত। অন্ডাল বিমানবন্দর থেকে অসমের গুয়াহাটির একটি বিমান পরিষেবা চালু করা হয়েছে (Guwahati Airport)। এছাড়াও অন্ডালের সঙ্গে যুক্ত হয়েছে গুজরাট। অন্ডাল থেকে গুজরাটের আমদাবাদে এবং ভদোদরার মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে (Gujarat Flight)। যদিও এই বিমানগুলি চলাচলের পথে দিল্লিতে কিছু ক্ষণের জন্য বিশ্রাম করবে। দিল্লিতে ৪০ মিনিটের বিশ্রামের পর বিমানগুলি পৌঁছবে নিজেদের গন্তব্যে।
advertisement
advertisement
আরও পড়ুন : এই গ্রামে কয়েক শতক ধরে প্রতি বৈশাখে দেবরাজ ইন্দ্রের মন্দিরে আয়োজিত হয় পুজোর
তারই মধ্যে আরও সুখবর দিয়ে এবার ভ্রমণার্থীদের জন্য অন্যতম ঠিকানা কেরলের পথেও বিমান চলাচল শুরু হল অন্ডাল থেকে। দক্ষিণ ভারতের এই রাজ্যের সঙ্গে অন্ডাল বিমানবন্দরের (Andal Airport) সরাসরি সংযুক্তিকরণের ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কেরলে একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। যা বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে। যদিও সুদূর দক্ষিণ ভারত পৌঁছানোর জন্য এতদিন দীর্ঘ সময় যাত্রা করতে হত যাত্রীদের। অথবা কলকাতা থেকে বিমান পরিষেবা পাওয়া যেত। কিন্তু বিমান সংখ্যা কম থাকায় অনেক যাত্রীকেই দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হত। কিন্তু এবার শিল্পাঞ্চলের মানুষের জন্য কেরলের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দিল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (Durgapur News)।
advertisement
আরও পড়ুন : এই গ্রামে কয়েক শতক ধরে প্রতি বৈশাখে দেবরাজ ইন্দ্রের মন্দিরে আয়োজিত হয় পুজোর
এই উড়ান শুরু হওয়ার ফলে যেমন ভ্রমণার্থীদের সুবিধা হবে, তেমনই ব্যবসায়ী থেকে পড়ুয়া, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে সুবিধা পাবেন মানুষ। শিল্পাঞ্চল দুর্গাপুর, আসানসোল সহ আশপাশের জেলাগুলোর মানুষ এই বিমানবন্দর থেকে উড়ান ধরতে পারবেন। যা শিল্পাঞ্চল দুর্গাপুরের অর্থনৈতিক মানচিত্রের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
advertisement
অন্যদিকে, শিল্পাঞ্চল দুর্গাপুর সহ সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ নিয়মিত রাজধানী দিল্লির সঙ্গে যাতায়াত রাখেন। কিন্তু এতদিন পর্যন্ত শিল্পাঞ্চল দুর্গাপুর, আসানসোল, অথবা বাঁকুড়া, বীরভূমের বাসিন্দাদের দিল্লি যেতে হলে ট্রেনের উপর ভরসা করতে হত, নয়তো বিমান পরিষেবা পেতে পৌঁছতে হত কলকাতায়। কিন্তু এবার অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে প্রতিদিন দুটি করে উড়ান পাওয়া যাবে দিল্লির জন্য।
advertisement
( প্রতিবেদন : নয়ন ঘোষ)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 11:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Andal Airport : পর্যটকদের জন্য সুখবর! ছুটি কাটানোর জনপ্রিয় এই গন্তব্যের উড়ান এ বার ডানা মেলবে অন্ডালের বিমানবন্দর থেকেই