উৎসবের রঙে রঙিন নবদ্বীপের মঠ ও মন্দির, প্রেমের রঙ ছুঁয়েছে ভিনদেশি অতিথিদেরও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
#নবদ্বীপ: যে রঙের একটু পরশ মনের মাঝে। সে রঙেই কৃষ্ণ খোঁজা সকাল সাঁঝে। রাধার প্রেমের আবীর নিয়েই আরও একটা দোলযাত্রা ইস্কনে।
প্রায় একমাস ধরে চলা দোল উৎসবের শেষ বেলা। মায়াপুর-নবদ্বীপের আকাশ-বাতাস শ্রীকৃষ্ণ প্রেমের রঙে মাতোয়ারা। সে প্রেমের রঙ ছুঁয়েছে ভিনদেশি অতিথিদেরও।
নবদ্বীপের আকাশ আবিরে রাঙা। রঙ পথে ঘাটে, গালে কপোলে। উৎসবের রঙে রঙিন নবদ্বীপের মঠ ও মন্দির ।
advertisement
তবে মায়াপুরে শুধুই মনের রঙ। শ্রীচৈতন্য মহাপ্রভূর ৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে মহা অভিষেক অনুষ্ঠান মায়াপুরের ইসকনে। নবদ্বীপ ও মায়াপুরে বহু ভক্ত উপবাস থেকে মহাপ্রভূর আবির্ভাব তিথি স্মরণ করেন। দোল উপলক্ষে হয় অকাল রথযাত্রাও। দেশি বিদেশি ভক্তদের উৎসাহে গড়গড়িয়ে এগিয়ে যায় জগন্নাথ বলরাম সুভদ্রার সুসজ্জিত রথ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2019 10:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের রঙে রঙিন নবদ্বীপের মঠ ও মন্দির, প্রেমের রঙ ছুঁয়েছে ভিনদেশি অতিথিদেরও