Dol Yatra 2022 : বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির! দোলের আগে উদ্যোগ এই স্কুলের ছাত্রীদের

Last Updated:

Dol Yatra 2022 : সাধারণত মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং। যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ।

বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির!
বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির!
#নদিয়া: আসন্ন দোল উৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হল রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে। দোল (Dol Yatra 2022) উৎসবকে কেন্দ্র করে সাধারণত সাধারণ মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং। যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ। আর এবার সেই ট্র্যাডিশনের উল্টো পথে হাঁটার প্রচেষ্টা চালালো রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা। পালংশাক, বিট ,গাজর,হলুদ এবং অ্যারারুটের মিশ্রণে তৈরি হল ভেষজ আবির। এই ভেষজ আবির ব্যবহার করলে ক্ষতি হবে না ত্বকের। আর এই আবির তৈরি পদ্ধতি শেখার ফলে আগামী দিনে এটি বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে।
advertisement
advertisement
শনিবার রানাঘাটের এই স্কুলে ভেষজ আবির তৈরি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। দেশের অন্যতম একটি উৎসবের দিন। গোটা দেশেই সেদিন খেলা হবে দোল (Dol Yatra 2022) বা হোলি।
advertisement
কেউ খেলবেন তরল রং দিয়ে কেউ বা আবির দিয়ে। কিন্তু বাজার চলতি যেসব রং বা আবির পাওয়া যায় বর্তমানে সেগুলির বেশির ভাগই একাধিক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। যা সাধারন মানুষ কিংবা পশুপাখির ত্বকের জন্যও ক্ষতিকর। সেই কারণে রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের এই মহান উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol Yatra 2022 : বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির! দোলের আগে উদ্যোগ এই স্কুলের ছাত্রীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement