Malda news : অবশেষে এই হাসপাতালের করোনা ওয়ার্ড রোগী শূন্য! সংক্রমণ নিম্নমুখী, স্বস্তিতে মানুষ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Malda news : এদিকে করোনা সংক্রমণ নিন্মমুখী। প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের খবর নেই।
#মালদহ: রোগী শূন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা (Coronavirus) ওয়ার্ড। একজন মাত্র রোগী ভর্তি ছিলেন হাসপাতালে (Malda hospital)। সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকেরা তাঁকে ছুটি দিয়েছেন । শুক্রবার থেকে রোগী শূন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড। এদিকে করোনা সংক্রমণ নিন্মমুখী। প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের খবর নেই। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে একজন করে সংক্রমিতের হদিশ মিলেছ মালদহ জেলা জুড়ে।
তবে শুক্রবার মালদহ (Malda) জেলায় দুই জন করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক। তৃতীয় ঢেউয়ে মালদহ জেলা জুড়ে ব্যাপক করোনা সংক্রমন ছড়িয়েছিল। তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণ ছড়িয়েছিল জেলায়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
advertisement
advertisement
এখন মালদহ জেলায় করোনা (Coronavirus) সংক্রমণের রেখাচিত্র অনেকটায় নিম্নমুখী। করোনার প্রকোপ কমতে থাকায় স্বস্তি জেলার স্বাস্থ্য দফতর থেকে জেলাবাসীর মধ্যে। এক সপ্তাহ ধরে জেলায় করোনা পজিটিভ এর সংখ্যা অনেক কম। তবে এখনও টেস্ট হচ্ছে নিয়মিত। জেলার করোনা পরীক্ষা কেন্দ্রেগুলিতে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জনের লালা সংগ্রহ করা হচ্ছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফ্লু কর্নারেও রোগীর ভিড় কমেছে।
advertisement
জেলার বিভিন্ন প্রান্তের করোনা পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় অনেকটা কম। করোনা (Coronavirus)পরিস্থিতি এখনও পুরো স্বাভাবিক হয়নি। তাই এখনও সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। করোনা বিধি মেনে চলতে হবে সকলকে। আসন্ন দোল হোলি উৎসবে মানুষকে সচেতন থাকার বার্তা দিলেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 7:52 PM IST