Animal News: হাতিদের দেখে কুকুরের চিৎকার! তারপর গ্রামে যা হল...
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
ঝাড়গ্রাম জেলার খড়গপুর বনবিভাগের অন্তর্গত কেশবরেখা রেঞ্জে বৃহস্পতিবার ভোরে ওড়িশা থেকে ঢুকে পড়ে ৫৪ থেকে ৫৫ টি হাতির একটি দল।
ঝাড়গ্রাম : হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর। মৃত গ্রামবাসীর নাম বাদল মুর্মু (৩৮)। বাড়ি নয়াগ্রাম থানার অন্তর্গত খুদগড় গ্রামে। বৃহস্পতিবার সকালে দলহাতি হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ওড়িশার দিক থেকে ৫৪ থেকে ৫৫ টি হাতির একটি দল ঝাড়গ্রাম জেলার খড়গপুর বন বিভাগের অন্তর্গত কেশবরেখা রেঞ্জের বালিগেড়িয়া বিটে ঢুকে পড়ে। এলাকায় হাতি ঢুকেছে এই খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখার জন্য বেশ কিছু মানুষের জমায়েত হয় খুদগড় গ্রামে।
হাতি দেখে একটি কুকুর চীৎকার করতে থাকে। সেই অবস্থায় একটি হাতি উত্তেজিত হয়ে কুকুরটিকে তাড়া করে। সেই সময় ওই ব্যক্তি হাতির সামনে পড়ে যায়। হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। তারপর হাতিটি দলে ফিরে গেলে স্থানীয় মানুষজন ও বন দফতরের কর্মীরা উদ্ধার করে নায়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার।
advertisement
advertisement
খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব বলেন, “কেশবরেখা রেঞ্জে দলহাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। জানা গিয়েছে, নয়াগ্রাম রেঞ্জে ৭টি হাতি ও কেশবরেখা রেঞ্জে তিনটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে।
advertisement
এর মধ্যেই উড়িষ্যা থেকে আরও৫৪ থেকে ৫৫ টি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। কারণ এই সময় ধান জমিতে পেকে রয়েছে ধান। দলহাতি পাকা ধানে জমিতে হানা দিলে চরম ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। যদিও বন দফতরের দাবি, হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 7:50 PM IST