চুরির মাল নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর ধরিয়ে দিল রাস্তার কুকুরের দল

Last Updated:

Nandigram: চুরি করে মাল নিয়ে পালাতে পারল না চোর!

#নন্দীগ্রাম: কুকুরের তাড়া খেয়ে বিপত্তি! দোকান ভেঙে টাকা ও জিনিসপত্র চুরি করেও শেষ রক্ষা হলো না কুকুরের তাড়াতেই। রাতেরবেলায় নন্দীগ্রামে চুরির মালসহ পাকড়াও এক চোর।
যত বিপত্তি কুকুরের তাড়া আর ঘেউ ঘেউ চিৎকারের জেরেই। চুরির মালপত্র নিয়ে পালাতে না পেরে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক চোর। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ এসে অভিযুক্তকে লুটের মালপত্র সহ গ্রেপ্তার করেছে।
নন্দীগ্রামের তেরপেখিয়া বাজারের ঘটনা। জানা গিয়েছে, বাজারের একাধিক দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকাসহ জিনিসপত্র চুরি করে পালানোর সময় একদল কুকুর তাড়া করলে ভয়ে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে অভিযুক্ত এক যুবক।
advertisement
advertisement
আরও পড়ুন- চিকিৎসা করাতে এসে অন্য বিপদ! জলে পা দিতেই দু'চোখে অন্ধকার তরুণীর
কুকুরের চিৎকারে ছুটে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই মালপত্রসহ চোরকে পাকড়াও করেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। নন্দীগ্রাম থেকে পুলিশ এসে অভিযুক্ত চোরকে চুরির মালপত্র সহ গ্রেপ্তার করে।
নন্দীগ্রামের তেরপেখিয়া বাজারের একটি গ্যাসের দোকানসহ আরো দুটি দোকানে চুরি এবং লুটপাট চালায় ওই যুবক। ব্যবসায়ীরা এসে দেখেন, দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র পুড়িয়ে দিয়েছে চোর। আবার কোনও দোকানে ঢুকে নগদ টাকা এবং দোকানের প্রচুর জিনিসপত্র হাতিয়েছে।
advertisement
আরও পড়ুন- হুড়মুড়িয়ে বৃষ্টি, বর্ধমান শহরের অবস্থা দেখলে চমকে যাবেন
তিনটি দোকান থেকে বহু সামগ্রী নিয়ে পালাতে গেলে বিপত্তির মুখে পড়ে চোর বাবাজি। তাকে দেখে একদল কুকুর তাড়া করে এবং ডাক ছাড়তে শুরু করে। ভয়ে চোর ঢুকে পড়ে দোকানে। হইচই পড়ে যায়। জড়ো হয় লোকজন। শেষমেশ ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চুরির মাল নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর ধরিয়ে দিল রাস্তার কুকুরের দল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement