Doctors Death: নজর এবার লজে, ঝাড়গ্রামের চিকিৎসক মৃত্যুতে চমকে উঠল পুলিশ! কী চলে ওই লজে? কেন 'ফেঁসে' যাওয়ার কথা এল!

Last Updated:

Doctors Death: এই লজে কোনও বেআাইনি বিষয়ে জড়িয়ে পড়েছিলেন কিনা ওই চিকিৎসক, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ঘনাচ্ছে রহস্য
ঘনাচ্ছে রহস্য
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যুতে লজের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশের। সেই বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। বেসরকারি এই লজেরও সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। এই লজের বিরুদ্ধে একাধিক বেআইনি কাজের অভিযোগ। মৃত ডাক্তারের সুইসাইড নোটে কোনও বিষয়ে ফেঁসে যাওয়ার কথা উল্লেখ ছিল। যেখান থেকে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।
এই লজে কোনও বেআাইনি বিষয়ে জড়িয়ে পড়েছিলেন কিনা ওই চিকিৎসক, তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, চিটফান্ড কোম্পানি এমপিএস-এর টাকায় এই লজ তৈরি। এমনকি সঠিক নিয়ম মেনেও নির্মাণ হয়নি এই লজ। শুধু তাই নয়, অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছিলেন, গতকাল ঘটনার পর হোটেল মালিক নিজেই লোক ডেকে দরজা ভাঙেন।
advertisement
advertisement
পুলিশকে খবর দেওয়া হয় পরে। ফরেন্সিক টিম যেমন ঘরের ভিতর সমস্ত কিছুর তদন্ত করে দেখছে, তেমনই এই লজের সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বাড়ি ভাড়া না নিয়ে, ঝাড়গ্রামের দুটি লজে অতিরিক্ত টাকার বিনিময়ে কেন ডাক্তাররা থাকতেন, এর পিছনে কি অন্য কোনও চক্র কাজ করছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctors Death: নজর এবার লজে, ঝাড়গ্রামের চিকিৎসক মৃত্যুতে চমকে উঠল পুলিশ! কী চলে ওই লজে? কেন 'ফেঁসে' যাওয়ার কথা এল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement