Diwali 2023: দীপাবলির রাতে কেন প্রদীপ জ্বালানো হয়? বাড়িতে অশুভ শক্তি নেই তো? জানুন

Last Updated:

Diwali 2023: দীপাবলিতে প্রদীপ জ্বালান নিজের বাড়িতে! জানুন কেন করবেন এই কাজ

+
চলছে

চলছে দেওয়ালি পুতুল বানানো

মেদিনীপুর: দীপাবলি মানেই আলোর উৎসব। আলোর রোশনাইয়ে আলোকিত হয় ঘর। কালের নিয়মে অমাবস্যা তিথি থাকলেও চারিদিক যেন আলোকিত হয়ে থাকে। সম্প্রতি অতীতেও দীপাবলীর দিন ঘরে জ্বলত প্রদীপ, জ্বলত মোমবাতি। তবে কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে দীপাবলির প্রদীপ, মোমবাতি সহ মাটির তৈরি সরঞ্জাম। কেন দীপাবলীর সন্ধ্যায় আলো জ্বালাতে হয় জানেন?
যখন ১৪ বছর বনবাসের পর রাম, সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে অযোধ্যা ফিরে এসেছিলেন। মানুষ প্রদীপ জ্বালানোর মাধ্যমে তাদের রাজার প্রত্যাবর্তন উদযাপন করেছিলেন। এইভাবেই, দীপাবলিতে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য প্রচলিত হয়ে আসছে। ভারতের দক্ষিণ অংশে মানুষ, কুখ্যাত দৈত্য নারকাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে উদযাপন করে। নরকা চতুর্দশীর দিনে দক্ষিণ ভারতের মানুষেরা অশুভের  উপর শুভ, অন্ধকার উপর আলোর জয়জয়কারকে চিহ্নিত করতে প্রদীপ জ্বালান।
advertisement
আরও পড়ুন: এসব কী চাষ হচ্ছে বাঁকুড়ায়? নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না!
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে কুমোর পরিবারে এখন ব্যস্ততা। সকলেই ব্যস্ত দীপাবলীর নানান প্রদীপ বানাতে। প্রদীপের পাশাপাশি দেওয়ালি পুতুলও বানাচ্ছেন মৃৎশিল্পীরা। পারিবারিকভাবে পেশাগত কৌলিন্যকে টিকিয়ে রেখেছেন কুমোররা। কালীপুজোর আগে দেওয়ালি পুতুল, মাটির প্রদীপ বানাচ্ছেন তারা।
advertisement
advertisement
তবে আগের তুলনায় বিক্রি যথেষ্টই কম। বাজারের ছেয়েছে নানাবিধ এলইডি লাইটে। সম্প্রতি অতীতে যারা দশটি প্রদীপ কিনতেন তারা এখন হাতেগোনা দুটি প্রদীপ কেনেন। তবে কোনওভাবে তাদের এই ব্যবসাকেৱ টিকিয়ে রেখেছেন কুমোররা। তবে সুপ্রাচীন অতীত থেকে যে বিশ্বাসে দীপাবলি পালিত হয় তা বাঙালি সমাজে ঐতিহ্য বটে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2023: দীপাবলির রাতে কেন প্রদীপ জ্বালানো হয়? বাড়িতে অশুভ শক্তি নেই তো? জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement