Bengal News: Earthen Lamp: মৃৎপ্রদীপে উদ্ভাসিত হওয়ার আশায় বছরভর অন্ধকারে থাকা হাতগুলোই গড়ছে আলোর ঠিকানা

Last Updated:

Diwali 2021: Earthen Lamp: বছরভর কেউ খবর রাখে না এই প্রদীপশিল্পীদের ৷ শুধু দীপাবলির আগে এই সময়ে বাড়ে তাঁদের কদর ৷ কারণ প্রদীপের নীচেই তো অন্ধকার হয় ।

দুবরাজপুর: বীরভূমের (Birbhum) দুবরাজপুরের (Dubrajpur) মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মাটির প্রদীপ বানাতে । শহরের ১৬ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে মাটির প্রদীপ ।আর কয়েকদিন পরেই আলোর উৎসব অর্থাৎ দীপাবলি (Diwali 2021)। বর্তমান যুগে নানা ধরনের আলো ও মোমবাতির প্রভাবে প্রদীপের চাহিদা দিন দিন কমছে । তাছাড়াও প্রদীপ তৈরিতে বেড়েছে খরচ , ফলে লাভের গুণ অনেকটাই কমেছে । ১০০ প্রদীপ বিক্রি হচ্ছে ৭০ টাকা বা ৮০ টাকায় ।
বছরভর কেউ খবর রাখে না এই প্রদীপশিল্পীদের ৷  শুধু দীপাবলির আগে এই সময়ে বাড়ে তাঁদের কদর ৷ কারণ প্রদীপের নীচেই তো অন্ধকার হয় । আলোর উৎসব বা দীপাবলিতে  অন্যের মুখে হাসি ফোটাতে বছরভর অপেক্ষায় থাকেন প্রদীপশিল্পীরা । শিল্পী জিতেন্দ্র পণ্ডিত বলেন, "সারা বছর আমরা অপেক্ষা করি দীপাবলির জন্য। যাতে এই ক’দিন একটু হলেও আমাদের কদর বাড়ে । যদিও এখনও টুনি আলো , মোমবাতি ইত্যাদি অনেক কিছু আসায় দর কমেছে আমাদের । তবুও আমরা বড়, ছোট সব রকমেরই প্রদীপ বানাই ও প্রদীপের আকার অনুযায়ী একশোটা প্রদীপ কোনওটা ৭০ টাকা তো আবার কোনওটা ৮০ টাকা দরে বিক্রি করি ।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ১ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসায় নতুন জীবন, ৭০০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করে তুললেন চিকিৎসক
এমনিতেও এখন সব জিনিসের দাম বাড়ায় সঙ্গে সঙ্গে দাম বেড়েছে মাটিরও । তাই ক্রেতাদের কথা মাথায় রেখেই নির্দিষ্ট মূল্য রেখে এই মাটির প্রদীপ বিক্রি করতে হয় তাঁদের । তিনি আরও বলেন, ‘‘টুনি লাইট , মোমবাতির মতোই যদি চাহিদা থাকত মাটির প্রদীপের, তবে একটু হলেও লাভ হত আমাদের ।’’
advertisement
আরও পড়ুন: নীচের তলায় খুন হলে সিঁড়ির বাঁদিকের রেলিংয়ে রক্তের দাগ কেন? ব্যবসায়ী-খুনে এখনও একাধিক ধোঁয়াশা
এই প্রসঙ্গে দুবরাজপুরবাসী শ্রীতমা মুখোপাধ্যায় বলেন, " দীপাবলির মধ্যেই আছে দীপের অস্তিত্ব । তাই দীপাবলিতে যতই টুনি লাইট অথবা মোমবাতি দিয়ে ঘর সাজাই না কেন, মাটির প্রদীপের  আলোয় সব থেকে সুন্দর লাগে মায়ের মুখ । টুনি লাইটের পাশাপাশি যেন হারিয়ে না যায় এই মৃৎপ্রদীপ ।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal News: Earthen Lamp: মৃৎপ্রদীপে উদ্ভাসিত হওয়ার আশায় বছরভর অন্ধকারে থাকা হাতগুলোই গড়ছে আলোর ঠিকানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement