West Bengal news: ভোট মিটতেই শুরু রদবদল, সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে

Last Updated:

West Bengal news: ভোট মিটতেই শুরু হল রদবদল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া হল নবান্ন তরফ থেকে। পূর্ব মেদিনীপুর এর জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হল।

নবান্ন (প্রতীকী ছবি)
নবান্ন (প্রতীকী ছবি)
কলকাতা: ভোট মিটতেই শুরু হল রদবদল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া হল নবান্ন তরফ থেকে। পূর্ব মেদিনীপুর এর জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হল।
জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হলেও নতুন কাউকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিয়োগ করা হয়নি। জয়শ্রী দাসগুপ্তকে পাঠানো হয়েছে ওএসডি কর্মীবর্গ দফতরে।
advertisement
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাসগুপ্ত লোকসভা নির্বাচন চলাকালীন সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও ছিলেন। কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। ভোটের ফলাফলের দিন সন্ধেবেলায় কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এই জেলার দুটো লোকসভা কেন্দ্রের দুটোতেই হারতে হয়েছে তৃণমূলকে। কাঁথিতে তৃণমূল প্রার্থী উত্তম বারিককে হারিয়ে জয়ী হয়েছেন সৌমেন্দু অধিকারী, পাশাপাশি তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জিতেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
নবান্ন সূত্রে খবর, ১১ জুন মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করবেন। তার আগেই জেলাশাসকের পদ ছাড়তে বলা হয়েছে জয়শ্রী দাসগুপ্তকে। নতুন জেলাশাসক পদে কে বসবেন তা এখনও জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ভোট মিটতেই শুরু রদবদল, সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement