ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার! ১০টি সোনা-সহ ২৭টি পদক ছিনিয়ে নিল 'এই' জেলার প্রতিযোগীরা, রাজ্যের গর্ব

Last Updated:

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা ১০টি সোনা, ১২টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

+
পূর্ব

পূর্ব বর্ধমানের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫

পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ সেইসিনকাই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২৫-এ সাফল্য পূর্ব বর্ধমানের। ১০টি সোনা, ১২টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ পদক জয় করেছেন পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলা থেকে মোট ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়।
সেইসিনকাই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২৫ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। আর সেখানেই অংশগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমানের ১৮ জন প্রতিযোগী।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে বিদেশে ব্যাপক চাহিদা! ঘরে বসে এই কাজ করেই লক্ষ লক্ষ টাকা আয় মাত্র চার মাসেই, কী তৈরি হচ্ছে শোলাগ্রামে?
সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, এই প্রতিযোগিতায় মোট ১৮ জন পূর্ব বর্ধমান জেলার হয়ে অংশগ্রহণ করেন এবং তাঁরা মোট ২৭টি পদক জয় করেন। ১০টি সোনা, ১২টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ জয়লাভ করেছে পূর্ব বর্ধমানের প্রতিযোগিরা। বৈদ্যুতি মন্ডল ও অন্বয় খাঁ দুটি করে সোনা এবং শ্রেয়সী ঘোষ, চন্দ্রিমা চক্তবর্তী, স্নেহাশ্রী দাস, মেঘনা রয়, অর্পা সিং ও মনীষা লাহা একটি করে সোনা জয়লাভ করেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সাফল্য শুধু বর্ধমানের নয়, সমগ্র বাংলার জন্য গর্বের। এই জয় প্রমাণ করেছে যে, সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোন রাজ্যস্তরে বা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরা সম্ভব।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার! ১০টি সোনা-সহ ২৭টি পদক ছিনিয়ে নিল 'এই' জেলার প্রতিযোগীরা, রাজ্যের গর্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement