Durga Puja 2024: প্যারিসের অপেরা হাউস দেখা যাবে শ্রীরামপুরের সার্বজনীন দুর্গাপুজোয়
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
District Durga Puja 2024: হুগলির শ্রীরামপুরের নেহেরু নগর সার্বজনীন প্রতিবছরই নতুন কিছু উপহার দিয়ে থাকে। তবে এই বছর দেশ পেরিয়ে সুদূর প্যারিসকে সংযোগ করেছেন তাদের মন্ডপে। মন্ডপসজ্জার মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন প্যারিসের অপেরা হাউস।
হুগলি: হুগলির শ্রীরামপুরের নেহেরু নগর সার্বজনীন প্রতিবছরই নতুন কিছু উপহার দিয়ে থাকে। এই বছরও ঘটেনি তার ব্যতিক্রম। অন্যান্য সময় ভারতীয় নানান দেবদেবীর মন্দিরকে উপস্থাপন করেছেন তারা তাদের মণ্ডপ সজ্জায়। তবে এই বছর দেশ পেরিয়ে সুদূর প্যারিসকে সংযোগ করেছেন তাদের মন্ডপে। মন্ডপসজ্জার মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন প্যারিসের অপেরা হাউস।
মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই শোনা যাবে অপেরা গান। পাশ্চাত্য সভ্যতার যে সমস্ত নিদর্শন রয়েছে তার অন্যতম প্যারিস অপেরা হাউস। অপেরা গানের জন্য জগৎ বিখ্যাত অপেরা হাউস। সেই অপেরা হাউসকেই এবারে মন্ডপ শয্যায় নিয়ে এসেছে শ্রীরামপুর নেহেরু নগর সর্বজনীন। প্রায় ৫ মাসের দীর্ঘ প্রচেষ্টায় তৈরি করেছেন সুবিশাল এই মন্ডপ। মণ্ডপের মধ্যে থাকা দেবী দুর্গার মূর্তিও হয়েছে মন্ডপ অনুকরণে। পাশ্চাত্যের দেবী ওথেলোর মতন রুপ দেওয়া হয়েছে দেবী দুর্গার। মন্ডপের কোনায় কোনায় রয়েছে পাশ্চাত্যের সংস্কৃতির ছোঁয়া। প্যারিসের অপেরা হাউস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় নামবে এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা।
advertisement
advertisement
এই বিষয়ে উদ্যোক্তারা জানান, সম্পূর্ণ পরিবেশ বান্ধব দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে তাদের মন্ডপ। প্রতিবছরই তারা নতুন কিছু চমক দিতে প্রস্তুত থাকেন। এই বছরও তারা তৈরি করেছেন তাদের নতুন চমক অপেরা হাউস। শ্রীরামপুর টু প্যারিস এই কানেকশনকে তুলে ধরেছেন তারা তাদের মন্ডপের মধ্যে। প্যারিসের অপেরা হাউজের আদলে তৈরি মণ্ডপের মধ্যে ঠাকুর দেখার জন্য কম করে ৫০ লক্ষ মানুষের ভিড় হবে এমনটাই আশাবাদী উদ্যোক্তারা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: প্যারিসের অপেরা হাউস দেখা যাবে শ্রীরামপুরের সার্বজনীন দুর্গাপুজোয়









