Dilip Ghosh: শুভেন্দুর জেলা থেকেই দেওয়াল লিখন শুরু দিলীপের, পদ্ম এঁকেই ছুড়লেন হুঙ্কার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
এ দিন এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে নিজের হাতেই দেওয়ালে পদ্ম ফুল আঁকলেন।
এগরা: এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। কোনও দল তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করেনি। তারই মধ্যে যা খবর, মেদিনীপুর কেন্দ্র থেকে ফের বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ।
সেকথা মাথায় রেখেই আজ পূর্ব মেদিনীপুরের এগরায় এগরায় দেওয়াল লিখন শুরু করে দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ হলেও এগরা বিধানসভা এলাকাটি তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷

প্রার্থী হওয়া নিয়ে অবশ্য সরাসরি কিছু বলেননি দিলীপ ঘোষ৷ দেওয়ালে শুধু পদ্ম ফুলের প্রতীকই এঁকেছেন তিনি৷ দেওয়াল লিখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি সব জায়গায় এগিয়ে আছে, সবার আগে আছে, আগামী দিনে আমরাই সব জায়গায় জিতব।’
advertisement
advertisement
এ দিন এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে নিজের হাতেই দেওয়ালে পদ্ম ফুল আঁকলেন। দিনভর এগরা ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে ঢালাই রাস্তার উদ্বোধন এবং গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতেও অংশ নেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
advertisement
ইতিমধ্যেই জানা গিয়েছে, গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন৷ দিলীপ ঘোষও এ দিন দাবি করেন, ‘বাংলায় সব চেয়ে বেশি হিংসা হয়। সারা ভারতবর্ষের কোথাও এতো হিংসা হয় না, শুধু বাংলায় হয়। মৃত্যু হয়, রাস্তা অবরোধ হয়, তাই বাংলায় নির্বাচনে আরও বেশি বাহিনী লাগবে যাতে লোকজন নিশ্চিন্তে ভোট দিতে পারে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: শুভেন্দুর জেলা থেকেই দেওয়াল লিখন শুরু দিলীপের, পদ্ম এঁকেই ছুড়লেন হুঙ্কার