Mukul Roy: ইডির তলব দিল্লিতে, যাবেন অসুস্থ মুকুল? জানিয়ে দিলেন শুভ্রাংশু

Last Updated:

গত বছর এপ্রিল মাস নাগাদ হঠাৎই দিল্লি চলে যান মুকুল৷ সেই সময় মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছিল৷

মুকুল রায়কে ইডি তলব৷
মুকুল রায়কে ইডি তলব৷
কলকাতা: মুকুল রায়কে দিল্লিতে তলব করল ইডি৷ অ্যালকেমিস্ট মামলায় দিল্লিতে তলব করা হয়েছে মুকুল রায়কে৷ যদিও মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়৷ তবে শুভ্রাংশু জানিয়েছেন, ইডি আধিকারিকরা বাড়িতে এসে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সবরকম সহযোগিতা করা হবে৷
অ্যালকেমিস্টের বিরুদ্ধে চলা এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং৷ এই মামলায় প্রায় ১৬০০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ অভিযোগ, বেআইনি ভাবে বাজার থেকে টাকা তুলেছিল অ্যালকেমিস্টের একটি সংস্থা৷
আরও পড়ুন: ‘দিল্লিতে আসুন’, দেবকে ডেকে পাঠাল ইডি! ‘বড়’ দুর্নীতিতে তলব, ডাক আরেক TMC বিধায়ককেও
advertisement
advertisement
তলব প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, ‘বাবার শরীর খুবই খারাপ৷ তিনি কোনও কিছুই মনে রাখতে পারেন না৷ বাবার পক্ষে এখন দিল্লি যাওয়া সম্ভব নয়৷ তবে ইডি যদি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে সবরকম সহযোগিতা করব৷’
গত বছর এপ্রিল মাস নাগাদ হঠাৎই দিল্লি চলে যান মুকুল৷ সেই সময় মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছিল৷ তখনও শুভ্রাংশু দাবি করেছিলেন, মুকুল অসুস্থ৷ কিছুদিন দিল্লিতে কার্যত আত্মগোপন করে থাকার পর কলকাতায় ফিরে আসেন মুকুল৷ তখনও তাঁর মুখে অসংলগ্ন কথাবার্তা শোনা গিয়েছিল৷ তার পর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক৷
advertisement
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন মুকুল৷ এর কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: ইডির তলব দিল্লিতে, যাবেন অসুস্থ মুকুল? জানিয়ে দিলেন শুভ্রাংশু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement