Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গটা সেদিকেই যাচ্ছে', মারাত্মক অভিযোগ তুললেন দিলীপ ঘোষ! তুমুল আলোড়ন

Last Updated:

Dilip Ghosh: পূর্ব মেদিনীপুরের দলীয় সভাপতির পদত্যাগের ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''জানি না, এটা পার্টির লোক দেখছে। আমার জানার কথা নয় ওখানে কী হয়েছে।''

দিলীপ ঘোষের আক্রমণ
দিলীপ ঘোষের আক্রমণ
#খড়গপুর: সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট এলাকায় একটি চায়ের দোকানে চা চক্র করে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, ''সিতাই, শীতলকুচি দিনহাটা এগুলো উপদ্রত এলাকা। যেখানে কেবল টিএমসি আর বাংলাদেশের গুন্ডা অনুপ্রবেশকারীদের নিয়ে পার্টি করে। কাউকে কিছু করতে দেয় না। আমিও বহুবার গেছি। আমার উপরে অ্যাটাক হয়েছে। বোম-বন্দুক চলেছে, কিন্তু লোকসভাতে মানুষজন জবাব দিয়েছে। ওখানকার বিধায়ক বাড়ি ছেলে পালিয়ে ছিল। ওখানে হেরে ছিল। বিধানসভাতেও আমরা জিতেছি। কিন্তু ওখানকার যে রাজনীতি ওখানে কোন আইন-কানুন নেই, কোনও প্রশাসন নেই। আর ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গটা সেদিকে যাচ্ছে।''
পূর্ব মেদিনীপুরের দলীয় সভাপতির পদত্যাগের ব্যাপারে বলেন, ''জানি না, এটা পার্টির লোক দেখছে। আমার জানার কথা নয় ওখানে কী হয়েছে। খোঁজ নিয়ে আমি দেখছি দলের লোক দেখার জন্য আছে। জেলা নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে।''
advertisement
advertisement
সিএবি নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায় আর লড়বেন না। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''সৌরভ কোথায় যাচ্ছে বড় কথা নয়। প্রশ্ন হচ্ছে ক্রিকেটের কী হবে। স্নেহাশিস ভালো ক্রিকেটার ছিলেন। দুই ভাই একসঙ্গে বাংলার জন্য লড়াই করেছেন। আমার মনে হয় দুজনেরই প্রশাসনে আসা উচিত। দুজনকেই ক্রিকেটে প্রশাসক হিসেবে নেতৃত্ব দেওয়া উচিত। তাহলে ক্রিকেটের ভাল হবে। অনেক বড় ক্ষেত্রে কাজ করেছেন সৌরভ। সেজন্য বড় ক্ষেত্রে তাঁর নেতৃত্ব দেওয়া উচিত। স্নেহাশিস সিএবি-র দায়িত্ব নিচ্ছেন। আমার মনে হয় খুব ভালো হবে। নতুন করে বাংলার ক্রিকেট জেগে উঠবে।''
advertisement
পঞ্চায়েত নির্বাচন নিয়েও দিলীপ ঘোষ বলেন, ''পশ্চিমবঙ্গে সব নির্বাচন রক্তাক্ত হয়। সবথেকে বেশি হিংসা হয় পঞ্চায়েত নির্বাচনে। আমার যা মনে হচ্ছে যেদিকে পরিস্থিতি যাচ্ছে তৃণমূলের আর বেশি হিংসা করার ক্ষমতা থাকবে না। পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে যেটা করায়। পুলিশ আর কী কী করবে। পার্টির বিজয়া সম্মেলন করাবে। পার্টির মিটিংয়ে লোক নিয়ে আসবে। টাকা তুলে পার্টিকে দেবে। এখন দেখছি দোকানে বেশি মদ খেয়ে নিলে তাকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু পুলিশের আসল কাজ নিয়ম-কানুন রক্ষা করা। বাংলার মানুষ এসব দাদাগিরি আর বেশি দিন সহ্য করবে না।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গটা সেদিকেই যাচ্ছে', মারাত্মক অভিযোগ তুললেন দিলীপ ঘোষ! তুমুল আলোড়ন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement