Cyclone Sitrang: ধেয়ে আসছে সিত্রাং, সরানো হল হাজার-হাজার মানুষকে! বাংলার কোন জেলায় কী অবস্থা, জানেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cyclone Sitrang: দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯৫০০ বেশি বাসিন্দাকে সরানো হয়েছে এখনও পর্যন্ত। পাথরপ্রতিমা, গোসাবা অঞ্চলের বাসিন্দাদেরই মূলত আশ্রয় শিবিরে স্থান দেওয়া হয়েছে।
#কলকাতা: সাইক্লোন সিত্রাংকে মাথায় রেখে ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরানো হল। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে তাঁদের। উত্তর ২৪ পরগনা জেলা থেকে ৭ হাজারেরও বেশি বাসিন্দাকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালির বাসিন্দাদের সরানো হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯৫০০ বেশি বাসিন্দাকে সরানো হয়েছে এখনও পর্যন্ত। পাথরপ্রতিমা, গোসাবা অঞ্চলের বাসিন্দাদেরই মূলত আশ্রয় শিবিরে স্থান দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এই জেলার রামনগর ১, রামনগর ২, কন্টাই এলাকা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে। এখনও পর্যন্ত ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হলেও আজও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হবে বলেই নবান্ন সূত্রে খবর। ৩০ হাজার বাসিন্দাকে সরানোর রিপোর্ট নবান্নে এসেছে তিন জেলা মিলিয়ে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র এবং নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে জেলাশাসকের পরামর্শ, "আতঙ্ক নয়, সতর্ক থাকুন!" দিঘা, শঙ্করপুর, মান্দারমণি, রামনগর সহ উপকূল অঞ্চলের ১৪ হাজার মানুষকে আশ্রয় শিবিরে তুলে আনা হয়েছে বলেও জানান জেলাশাসক। আবহাওয়া সতর্কতায় পূর্ব মেদিনীপুরের নদী উপকূল অঞ্চলেও সমান সক্রিয় পুলিশ প্রশাসন। আজও সকাল থেকে মাইকিং এবং টহলদারি চলছে নদী তীরবর্তী এলাকায়।
advertisement
ঝুঁকি এড়াতে হলদিয়ার টাউনশিপ থেকে নন্দীগ্রাম নদীপথে খেয়া পারাপারের ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে। একইসঙ্গে জেলার অন্যান্য খেয়াঘাটেও ফেরি চলাচল বন্ধ করেছে প্রশাসন। কাঁচাবাড়ির বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে, পরিস্থিতির প্রয়োজনে উঁচু পাকা আস্তানায় যাওয়ার জন্য। বিপদ এড়াতে ইতিমধ্যেই ১৪ হাজার কাঁচাবাড়ির বাসিন্দাকে আশ্রয় শিবিরে তুলে আনা হয়েছে বলে জেলাশাসক পুর্নেন্দু মাজি জানিয়েছেন। প্রয়োজনে আরও মানুষকে আশ্রয় শিবিরে তুলে আনার জন্য প্রশাসন প্রস্তুত আছে বলেও তিনি জানিয়েছেন। তবে মানুষকে আতংকিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 12:57 PM IST