South 24 Parganas News: মাঝে মাঝে ভেঙেছে পাটাতন, কুলপির লড়ঝড়ে কাঠের সেতুতে চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কাঠের পোল। ফলে নিত্যদিন ঝুঁকির মধ্যে পোল হার হতে হচ্ছে কুলপির রাজারামপুর পঞ্চায়েতের বেরন্দরি এলাকার বাসিন্দাদের।
কুলপি: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কাঠের পোল। ফলে নিত্যদিন ঝুঁকির মধ্যে পোল পার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপির রাজারামপুর পঞ্চায়েতের বেরন্দরি এলাকার। এই কাঠের পোলের উপরেই নির্ভর করতে হয় এলাকার প্রায় ৫-৬টি গ্রামের বাসিন্দাদের।
বিষয়টি একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ৷ এই পরিস্থিতিতে নিজ উদ্যোগে সাময়িক মেরামতির কাজ করেছে এলাকাবাসীরা। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন এই সেতুর সংস্কার না হওয়ায় এই সেতু বর্তমানে চলার অযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে এই সেতু দিয়ে প্রায় হাজার খানেক স্থানীয় বাসিন্দা পারাপার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সেতু দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
বারবার প্রশাসনের কাছে বলা সত্বেও এই সেতু সারানোর উদ্যোগ এখনও শুরু করা হয়নি। স্থানীয়রা এই সেতুটিকে সারিয়ে কংক্রিটের সেতু তৈরিকরার দাবিও তুলেছেন। এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দারা বাজার করার জন্য এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করেন। বর্তমানে সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় এই সেতু দিয়ে বড়গাড়ি যাতায়াত করতে পারেনা।প্রতিদিন সেকারণে ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে বলে মত স্থানীয়দের। রাতে এই সেতুর উপর কোনো আলো থাকেনা। ফলে রাতে এই সেতুর উপর দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরফলে স্থানীয় বাসিন্দারা সর্বদা আতঙ্কে থাকেন। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে স্থানীয়দের মধ্যে।
advertisement
এই সেতু দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় এক সঙ্গে অনেক লোক যাতায়াত করতে পারেনা। ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই।স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি তুললেও। এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে দাবি তাদের। সেতুর বেহাল দশার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন কুলপি পঞ্চায়েতের সমিতির সদস্য নাজিরউদ্দিন হালদার। এই ব্রিজ দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি। এর সঙ্গে স্থানীয়দের দাবি মেনে সেতুটিকে কংক্রিটের সেতু বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাঝে মাঝে ভেঙেছে পাটাতন, কুলপির লড়ঝড়ে কাঠের সেতুতে চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার