South 24 Parganas News: মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়ের ভাঙা ভবন যেন ভূতের বাসা, প্রায় বন্ধ পড়াশোনা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মন্দির বাজারের ছোটপোলে রয়েছে একটি স্কুল, নাম মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়। সেখানে পড়াশোনা হয়না বললেই চলে। প্রায়শই বন্ধ থাকে এই স্কুল। বর্তমানে স্কুলের সেই পোড়ো ভবন দেখে আক্ষেপ করেন স্থানীয়রা।
দক্ষিণ ২৪ পরগনা: মন্দির বাজারের ছোটপোলে রয়েছে একটি স্কুল, নাম মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়। সেখানে পড়াশোনা হয়না বললেই চলে। প্রায়শই বন্ধ থাকে এই স্কুল। বর্তমানে স্কুলের সেই পোড়ো ভবন দেখে আক্ষেপ করেন স্থানীয়রা।
স্কুলের কাছে গেলে দেখা যায় স্কুলের দরজা জানালা ভাঙা, বেহাল নলকূপ। একেবারে পড়ার মত পরিবেশ নেই। তাও প্রায় ২০ জনের মত ছাত্রী এখানে ভর্তি হয়ে রয়েছেন। তবে ছাত্র-ছাত্রী কম থাকায় শিক্ষক-শিক্ষিকারা নিজেদের মত করে স্কুল চালান।
মাঝেমধ্যেই ছুটি হয়ে যায় স্কুল। তার উপর সম্প্রতি আদালতের নির্দেশের পর এই স্কুলে কাজে আসছেন না পুরানো ক্লার্ক। ফলে সেই কাজ শিক্ষকদের করতে হয়। অনেকসময় তারা কাজের জন্য বাইরে থাকছেন।
advertisement
advertisement
ফলে পড়াশোনা প্রায় বন্ধের জোগাড় সেখানে। এই স্কুলটি ১৯৭০ সালে তৈরি হয়েছিল। তারপর থেকে বিশেষ কিছু উন্নতি হয়নি। এখনও সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সনাতন সর্দার, বাপন হালদার, টুম্পা সর্দাররা আক্ষেপ করেছেন। তাঁরা জানিয়েছেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হলে তবেই ছাত্র সংখ্যা বাড়বে।
advertisement
আরও পড়ুন: ৩০০০ এর উপর বই তাকে তাকে থরে থরে! একটা রুম যেন আস্ত লাইব্রেরি, তাক লাগাচ্ছে বৃদ্ধের কীর্তি
নইলে এভাবেই চোখের সামনে নষ্ট হয়ে যাবে স্কুলটি। এ নিয়ে মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক কি সেটি খোঁজ নিয়ে দেখতে হবে। এই স্কুলটির উন্নয়নের জন্য কাজ করা হবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়ের ভাঙা ভবন যেন ভূতের বাসা, প্রায় বন্ধ পড়াশোনা