Digha Ulto Rath Yatra: প্রথমবারের রথযাত্রায় আপ্লুত ভক্তরা, জেনে নিন কবে শেষ হচ্ছে দিঘার প্রথমবারের রথযাত্রা মহোৎসব?
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Ulto Rath Yatra: দিঘায় উল্টোরথ যাত্রার উৎসবে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে ভক্তরা। উল্টো রথে ভক্তদের লক্ষাধিক ভিড়ের সম্ভাবনা রয়েছে রয়েছে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে।
দিঘা: দিঘায় উল্টোরথ যাত্রার উৎসবে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তরা। উল্টো রথে ভক্তদের লক্ষাধিক ভিড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে। দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের প্রথম বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি হতে চলেছে শনিবার উল্টোরথ যাত্রার মধ্য দিয়ে। শনিবার মাসিরবাড়ির মন্দিরের প্রবেশদ্বার থেকে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রথ টানা শুরু হবে। দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। দমকল ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। রথযাত্রা শুরু থেকেই শহর আলোকসজ্জায় ঝলমল করছে।
উল্টোরথকে ঘিরেও একই রকম উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। মাইকে অবিরাম জয় জগন্নাথ সুরের মূর্ছনা বাজছে। এর পাশাপাশি সতর্কতামূলক বার্তা ও সরকারি উদ্যোগের কথাও প্রচার করা হচ্ছে। রথযাত্রার মত উল্টোরথ যাত্রাতেও শহরের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সব ধরনের মৌলিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘা মূল শহরের অভ্যন্তরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
advertisement
advertisement
২৭ জুন থেকেই মাসিরবাড়ির মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে আছে। ভক্তরা দলে দলে দেবদর্শনে আসছেন, জগন্নাথ ধামেও প্রচুর ভিড় দেখা যাচ্ছে। শনিবার দুপুরে মাসিরবাড়ির মন্দির কমিটি দশ হাজার মানুষকে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানোর বিশাল উদ্যোগ নিয়েছে। মাসিরবাড়ির মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান জানিয়েছেন, উল্টোরথ যাত্রাকে ঘিরে সকলের মধ্যে উৎসবের উন্মাদনা তুঙ্গে। তিনি আশা করছেন, এবারও সমুদ্রনগরীর পথে অগণিত ভক্তের সমাগম ঘটবে। উল্টো রথের উৎসবে এসে দিঘায় ভক্তদের উচ্ছ্বাস। বনগাঁ থেকে আসা টুম্পা ঢালী জানান, ‘উল্টো রথের উৎসবে যোগ দিতে সপরিবারে দিঘায় এসেছি। গোটা মন্দির চত্বর থেকে শুরু করে রাস্তাঘাট সুন্দর করে সাজান হয়েছে। দিঘায় এই রথযাত্রা উৎসব একটা বাড়তি পাওনা।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু টুম্পা ঢালী নয়, দিঘায় আসা বহু ভক্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেরকমই আরেক জন হলেন পশ্চিম মেদিনীপুরের সবং থেকে আসা বিমল পালও। জগন্নাথ ধাম সূত্র মতে, রথযাত্রার রীতি অনুযায়ী আট জুলাই পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথেই অধিষ্ঠিত থাকবেন। এরপর সুনাবেশা অনুষ্ঠানে তাঁদের সোনার অলঙ্কারে সাজান হবে এবং সবশেষে নীলাদ্রি বিজয়ের মাধ্যমে তাঁরা মন্দিরের গর্ভগৃহে ফিরবেন। সব মিলিয়ে প্রথমবার দিঘায় রথযাত্রার উৎসবে আনন্দযজ্ঞের আয়োজন করেছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Ulto Rath Yatra: প্রথমবারের রথযাত্রায় আপ্লুত ভক্তরা, জেনে নিন কবে শেষ হচ্ছে দিঘার প্রথমবারের রথযাত্রা মহোৎসব?