East Medinipur News: লাখ লাখ টাকা খরচে হোমে সায়েন্স ল্যাব...! কাদের জন্য জানেন, জানলে সত্যিই স্যালুট জানাবেন

Last Updated:

East Medinipur News: শ্রবণ শক্তিহীন মূক ও বধির) শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উন্নতি করার জন্য মিনি সায়েন্স ল্যাবের শুভ উদ্বোধন হল নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির বিশেষ বিদ্যালয়ে।

+
সায়েন্স

সায়েন্স ল্যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা

তমলুক: পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে মূক বধির ছাত্র-ছাত্রীরা। কারণ তাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হওয়ায়, সাধারণ পড়াশোনায় অনেকটাই পিছিয়ে। তা সত্ত্বেও এরকম শিক্ষার্থীরা পড়াশোনা করে এগিয়ে যেতে চায়। এবার তারাই বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। এই ধরনের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে তুলতে সায়েন্স ল্যাব স্থাপিত হল প্রশাসনের তত্ত্বাবধানে থাকা তমলুকের একটি হোমে। এবার থেকে ওই হোমের মূক বধির ছাত্র ছাত্রীরা শিখবে বিজ্ঞানের প্রকৌশল।
শ্রবণ শক্তিহীন (মূক ও বধির) শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উন্নতি করার জন্য মিনি সায়েন্স ল্যাবের শুভ উদ্বোধন হল পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির বিশেষ বিদ্যালয়ে। এই ল্যাবটি তৈরি করার জন্য সমর্থন ট্রাস্ট আর্থিক সহায়তা করেছেন। শ্রবণ সংক্রান্ত দিব্যাঙ্গদের বিজ্ঞানে উন্নতিকরণের জন্য সায়েন্স ল্যাবটি করা হয়েছে। ল্যাবে রয়েছে মানব দেহের মডেল সহ প্রাকৃতিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের উপর মোট ৪০টি মডেল রয়েছে। এই সায়েন্স ল্যাব স্থাপনের জন্য প্রায় লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে।
advertisement
advertisement
হোমের এই বিশেষ বিদ্যালয়ে নবম-দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৬০ জন শ্রবণ শক্তিহীন দিব্যাঙ্গ শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা লাভ করতে পারবে। আগামী দিনে এই ল্যাবের মাধ্যমে বিজ্ঞান প্রশিক্ষণ নিয়ে বিজ্ঞান শিক্ষায় উন্নত আনতে পারবে। হোমের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরও একশোর বেশি অন্যান্য দিব্যাঙ্গ শিক্ষার্থী আছে তারাও এই সায়েন্স ল্যাবের মাধ্যমে তাদের বিজ্ঞান শিক্ষার উন্নতির জন্য সুযোগ পাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূক ও বধির শিক্ষার্থীদের জন্য এই সায়েন্স ল্যাব স্থাপনের বিষয়ে, হোমের সম্পাদক জানান, ‘মূক ও বধির শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় যাতে পিছিয়ে না পড়ে সেই দিকেই খেয়াল রাখা হয়েছে। একটি সংগঠনের পক্ষ থেকে এই সায়েন্স ল্যাব এই বিশেষ শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে। আগামী দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় নিজেদের উন্নতি ঘটিয়ে নিজেদের জীবন জীবিকার লড়াইয়ে উন্নীত হতে পারবে।’ তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোমে এই সায়েন্স ল্যাব স্থাপনের পর খুশি হোমের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা।
advertisement
সৈকত শী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: লাখ লাখ টাকা খরচে হোমে সায়েন্স ল্যাব...! কাদের জন্য জানেন, জানলে সত্যিই স্যালুট জানাবেন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement