Digha Tourism: এবার মজা ডবল! পুজোর ছুটিতে দিঘায় যান, আর ঘুরে আসুন 'জুরাসিক পার্ক' থেকে

Last Updated:

Digha Tourism: বাঙালির প্রিয় দিঘায় এবার জুরাসিক পার্ক। সিনেমায় দেখা সেই গা ছমছমে ভয় জড়ান পরিবেশ এবার সমুদ্র উপকূল দিঘায়।

+
দিঘা

দিঘা

দিঘা, সৈকত শী: বাঙালির প্রিয় দিঘায় এবার জুরাসিক পার্ক। সিনেমায় দেখা সেই গা ছমছম করা ভয় জড়ান পরিবেশ এবার সমুদ্র উপকূল দিঘায়। পুজোয় বাঙালি পর্যটকদের আরও বেশি আনন্দ দেবে দিঘায় জুরাসিক পার্ক। তবে সরকারি উদ্যোগে নতুন কোনও প্রজেক্ট না। দিঘার কাছেই একটি পুজো কমিটির এবারের থিম জুরাসিক পার্ক। হাতেগোনা মাত্র আর কয়েক দিন বাকি। তারপর দুর্গাপুজো। দুর্গা পু
জোয় শহর থেকে মফস্বল, মফস্বল পেরিয়ে গ্রাম। সর্বত্রই এখন থিম পুজোর ছড়াছড়ি। থিমের ভাবনায় ফুটে উঠে এসেছে একাধিক বিষয়। দিঘার অদূরে জুরাসিক পার্ক থিমে মায়ের আবাহনী ডব্লিউ এস এ লোটাস ক্লাবের
হলিউড সিনেমায় দেখানও জুরাসিক পার্ক ছোট বড় সবার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে।
advertisement
জুরাসিক পার্ক সিনেমায় দেখা যায় ডাইনোসরদের মাঝে অভিযাত্রীর দলের বেঁচে থাকার লড়াই। সিনেমার দেখা গা ছমছম করা পরিবেশ মানুষের মনে আলাদা ভীতি সঞ্চার করে। সেই পরিবেশ এবার উঠে আসছে দুর্গা পুজোয়। দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকলেই চারিদিকে দেখা যাবে ডাইনোসরদের ছড়াছড়ি। এমনকি লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে ডাইনোসরদের গর্জন আপনাকে ভয় পাইয়ে দেবে। দিঘার অলংকারপুরে এই টিমেই পুজোর আয়োজন করেছে একটি ক্লাব।
advertisement
আরও পড়ুন: লিখিত পরীক্ষা হচ্ছে না! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, মোটা অঙ্কের বেতন, চাকরির বিরাট সুযোগ দিঘা-শঙ্করপুরে
জুরাসিক পার্ক থিমে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করছে ডব্লিউ এস এ লোটাস ক্লাব। দিঘার পাশেই অলংকার পুরে অলংকারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মণ্ডপ সজ্জার কাজ। পরিবেশবান্ধব বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনার কাজ চলছে জোর কদমে। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো-প্রাণী দিয়ে মণ্ডপ সাজান হচ্ছে, দর্শকদের জুরাসিক পার্কের আমেজ দিতে।
advertisement
পুজো কমিটির এক সদস্য জানান, ‘জুরাসিক পার্কের থিম অনুসরণ করে মণ্ডপ তৈরি চলছে। পুজো দেখতে এলেই মানুষ সিনেমায় দেখা সেই গা ছমছম করা জুরাসিক পার্ক পরিবেশ পাবে।’
আরও পড়ুন: দিঘায় বিরাট কাণ্ড…! আর পোহাতে হবে না দুর্ভোগ, এবার যা চালু হচ্ছে…, জানলে চমকে যাবেন আপনিও
বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। তাই এই পুজো কমিটি জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে। এই পুজো কমিটির এবারের প্রতিমা তৈরি হচ্ছে টেরাকোটার শিল্পে। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে ঘুরে বেড়ান।
advertisement
পুজোর থিম জুরাসিক পার্ক স্থানীয় মানুষ সহ পর্যটকদের মনে ধরবে বলে জানান শিল্পী থেকে পুজোর কর্মকর্তারা। ফলে আর চিন্তা নেই এবার দুর্গা পুজোয় জুরাসিক পার্কের আমি নিতে চলে আসুন দিঘার কাছে এই পুজো মণ্ডপে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Tourism: এবার মজা ডবল! পুজোর ছুটিতে দিঘায় যান, আর ঘুরে আসুন 'জুরাসিক পার্ক' থেকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement