Digha Sea Beach: গনগনে রোদে দুপুরে কেন দিঘার জলে ঢল নেমেছে অগুন্তি মানুষের! সমুদ্রসৈকতের আবহাওয়া কেমন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Sea Beach Weather: এই তীব্র গরমে স্বস্তি খুঁজে পেতে বহু সংখ্যক পর্যটক পাড়ি দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায়।
দিঘা: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহের হাত থেকে রেহাই পায়নি দক্ষিণবঙ্গের একটিও জেলা। জেলায় জেলায় তাপমাত্রার পারদ আগেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আর এই গরমে দিঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। স্বস্তির স্নানে দিঘায় মত্ত দেখা গেল পর্যটকদের।
দিঘা বাঙালির আবেগের জায়গা। শীত-গ্রীষ্ম-বর্ষা, সব ঋতুতেই দিঘা বাঙালি পর্যটকের প্রথম পছন্দের জায়গা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই গনগনে রোদের তাপে পুড়ছে। তীব্র তাপপ্রবাহে স্বস্তি নেই মানুষের। আর এই গরমে স্বস্তি খুঁজে পেতে বহু সংখ্যক পর্যটক পাড়ি দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায়।
বর্তমানে সময় যত এগোচ্ছে ততই দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। বর্তমান সময়ে বিভিন্ন উৎসব বা ছুটির দিনগুলিতে দিঘায় পর্যটকের ঢল নামছে। গরমেও দিঘায় সেই ভিড় চোখে পড়ার মতো। বহু মানুষ গরমে স্বস্তি পেতে পাড়ি জমিয়েছে দিঘায়। ফলে শনি রবিবার ছুটির দিন বাদেও সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সমুদ্র স্নানে পর্যটকের ভিড়।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার তুলনায় দিঘার তাপমাত্রা সামান্য কম। ফলে তীব্র গরমে ঘরবন্দি না থেকে দিঘায় স্বস্তি খুঁজে পেতে ভিড় করেছে বঙ্গবাসী। দুপুরের সময় বহু সংখ্যক পর্যটকদের সমুদ্র স্নানে মেতে উঠতে দেখা যায়। তীব্র গরমের মধ্যে দিঘায় এই ভিড় মুখে হাসি ফুটিয়েছে হোটেল ব্যবসায়ী থেকে দিঘার অন্যান্য দোকানদারদের।
advertisement
দিঘা শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, গরমের কারণে স্কুলে স্কুলে ছুটি ঘোষণা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার তুলনায় দিঘার তাপমাত্রা সামান্য কম হওয়ায় স্বস্তি পেতে পর্যটকেরা ভিড় জমিয়েছে দিঘায়। শনি রবিবারের পাশাপাশি অন্যান্য দিনেও বহু সংখ্যক পর্যটক আসছে দিঘায়। এরপরে তীব্র গরমে দিঘায় পরিবেশ জমজমাট। হোটেলগুলিতে বুকিংও ভাল হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, বর্তমান সময়ে দিঘায় রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। ফলে প্রতিনিয়ত দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। এই তীব্র গরমেও তার অন্যথা হল না। অন্যদিকে দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ অবলম্বন করেছে প্রশাসন। পর্যটকদের হোটেল বুকিং-এর সময় বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। মূলত দিঘাকে অপরাধমুক্ত রাখতেই এই পদক্ষেপ।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Sea Beach: গনগনে রোদে দুপুরে কেন দিঘার জলে ঢল নেমেছে অগুন্তি মানুষের! সমুদ্রসৈকতের আবহাওয়া কেমন