Digha special train: টিকিট পাওয়াই মুশকিল এই ট্রেনের! বর্ষায় দিঘা যেতে হলে কী করবেন জেনে নিন

Last Updated:

বৃষ্টির দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন। যদি পরের সপ্তাহে দিঘায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলেও এখন থেকেই টিকিট কাটতে হবে।

বৃষ্টির  দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন।
বৃষ্টির দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন।
কলকাতা: বর্ষা এলেই মন সমুদ্রে যেতে চায়। ছুটি দু’দিনের হলে কাছেপিঠেই বেড়ানোর জায়গা খুঁজতে হয়। ঘরের কাছেই দিঘা, তবু এতদিন যেতে হত হাওড়া থেকে। ৭ জুলাই রথের দিন চালু হয়েছে কলকাতা স্টেশন থেকে দিঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। বাঙালির জন্য এটাই বর্ষার মরশুমে পূর্ব রেলের নতুন আকর্ষণীয় উপহার।
এই ট্রেনে চেয়ারকার,স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। অনেকেই এর মধ্যে ট্রেনে চেপে ঘুরেও এসেছেন পছন্দের ঠিকানায়। চালু হওয়া মাত্রই এই ট্রেনের জনপ্রিয়তা তুঙ্গে। এতো বেশি যে জায়গা পাওয়াই মুশকিল! আগামী শনিবার ১৩ জুলাইয়ের রিজার্ভেশন ফুল! যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন দিঘা যাবেন ভাবছেন,সেদিনও ওয়েটিং লিস্ট।
বৃষ্টির দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন। যদি পরের সপ্তাহে দিঘায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলেও এখন থেকেই টিকিট কাটতে হবে। সপ্তাহান্তে কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় ছেড়ে সন্ধ্যা ৬টা৫০ এ দিঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দিঘা-কলকাতা স্পেশাল ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যা ৭টা১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১টা৫৫ মিনিটে।
advertisement
advertisement
যাঁরা কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান,তমলুক,মেচেদা,কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান তাঁরাও কিন্ত এই ট্রেনে চড়ে পড়তে পারেন। অর্থাৎ অল্প দূরত্ব কিংবা সোজা দিঘা, দু’ক্ষেত্রেই দারুণ চাহিদা এই ট্রেনের টিকিটের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha special train: টিকিট পাওয়াই মুশকিল এই ট্রেনের! বর্ষায় দিঘা যেতে হলে কী করবেন জেনে নিন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement